প্রেমিকের কাছে মোবাইল দাবি , তরুণীকে প্রকাশ্যে চড় মারছে যুবক

Published : Sep 03, 2020, 10:22 PM IST
প্রেমিকের কাছে মোবাইল দাবি , তরুণীকে প্রকাশ্যে চড় মারছে যুবক

সংক্ষিপ্ত

প্রকাশ্যে তরুণীকে চড় মারছে যুবক চড়, কিল, ঘুষি মেরেও থামল না, ইট ছোড়া হল ফেসবুক পোস্টে একটি ভিডিও ঘিরে চাঞ্চল্য ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা  

ফেসবুক পোস্টে চাঞ্চল্যকর ছবি। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এক তরুণীকে চড় মারছে যুবক। সেখানেই থেমে না থেকে ওই তরুণীকে কিল-চড়-ঘুষিও মারে সে। বাইরে থেকে আরও একজন মোবাইলে ভিডিও করার সময় তরুণীকে মারতে উৎসাহ দিচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনায় নেটিজেনরা। যদিও ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

ভিডিওটির উৎস্য সুরজিৎ দাস নামে এক ব্যক্তির ফেসবুক অ্য়াকাউন্ট। ভিডিওটির তীব্র নিন্দা করেছেন তিনি। লিখেছেন, ''এটা কী ধরনের নোংরামি''। প্রকাশ্যে এক তরুণীকে অপমান করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিও থেকে জানাযাচ্ছে, প্রেমিকের কাছে মোবাইল দাবি করেছিল  তরুণী। পরে তাঁদের সম্পর্কের অবনতি হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, দুজনের মধ্য়ে কথা বলার সময় বচসা শুরু হয়। মাস্ক পরে চোখ, মুখ ঢেকে রেখেছে ওই যুবক। কিন্তু তরুণীকে সাহস দেখিয়ে মাস্ক খুলে দেয়। এরপরই, তরুণীকে চড় মারতে থাকে যুবক। সেখানেও থেমে না থেকে ইট তুলে হামলা চালায়। তরুণীর বান্ধবী প্রতিবাদ করলে তাঁকেও হুমকি দেয় ভিডিও করতে থাকা অন্যজন। 

প্রকাশ্যে তরুণীকে চড়, কিল মারার তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা। সমালোচনার ঝড় উঠেছে। 
 
 

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: বিধানসভা ভোটের আগে বন্ধ করা হবে কয়েক হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট?
LIVE NEWS UPDATE: টি-২০ বিশ্বকাপ ২০২৬ - বাংলাদেশের বিষয়ে কী সিদ্ধান্ত? নজর আইসিসি-র বৈঠকে