16 days to Go-বাকি রয়েছে মাত্র ১৬ দিন,জমা দিয়ে দিন লাইফ সার্টিফিকেট,না হলে আটকে যেতে পারে পেনশন

লাইফ সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে আটকে দেওয়া হয় পেনশন ৷ তাই দেরি না করে জমা দিয়ে আসুন লাইফ সার্টিফিকেট। কারন আপনার হাতে রয়েছে আর মাত্র ১৬ দিন

Kasturi Kundu | Published : Nov 15, 2021 1:55 PM IST

আপনার বাড়িতে যদি কেউ পেনশনভোগী থাকেন তাহলে আজই জানিয়ে দিন তাঁদের হাতে কিন্তু বাকি রয়েছে আর মাত্র ১৬ দিন। ১৬ দিনের মধ্যে সেরে ফেলতে হবে সেই বিসেষ কাজটি। না হলে কিন্তু আটকে যেতে পারে আপনার পেনশন। আপনি কি একজন পেনশনভোগী? তাহলে নিশ্চই কিছুটা আঁচ করতে পারছেন কিসের কথা বলা হচ্ছে, কারন পেনশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম জিনিসটি হল জীবন প্রমানপত্র বা লাইফ সার্টিফিকেট(life certificate)। চলতি মাসের নির্দিষ্ট দিনে শুরু হয়েছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার দিন। সেই দিনের সংখ্যা কিন্ত ক্রমশ কমে এসেছে। 16  days to Go...অর্থাৎ পেনশনভোগীদের(pension holder) হাতে রয়েছে আর মাত্র ১৬ দিন(16  days to Go)। যদি এখনওজমা দনা দিয়ে থাকেন তাহলে শীঘ্রই কাজটা সেরে ফেলুন। নিয়মানুযায়ী  প্রত্যেক বছর পেনশন ভোগীদের লাইফ সার্টিফিকেট (Jeevan Pramaan Patra or life certificate)জমা দিতে হয় ৷ লাইফ সার্টিফিকেটের মাধ্যমে এটা নিশ্চিত করা হয় যে পেনশনভোগী ব্যক্তি জীবিত রয়েছেন ৷ লাইফ সার্টিফিকেট(life certificate) নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে আটকে দেওয়া হয় পেনশন ৷ তাই সরকারের তরফে এবং ব্যাঙ্কের তরফে প্রতি বছর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট(life certificate) নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷ লাইফ সার্টিফিকেট(life certificate) জমা দেওয়ার জন্য পোস্ট অফিস বা ব্যাঙ্কে যেতে হবে পেনশনভোগীদের ৷ তবে এখন বাড়িতে বসেও লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা রয়েছে ৷

লাইফ সার্টিফিকেটের জন্য আপনার কাছে আধার কার্ড, বর্তমান মোবাইল নম্বর, পেনশন টাইপ, পিপিও নম্বর, পেনশন অ্যাকাউন্ট নম্বর অবশ্যই হাতের কাছে রাখবেন, যাতে এজেন্ট বা পোস্টম্যান আসতেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করতে পারবন ৷ এর জন্য আধার নম্বরটি নির্দিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিসে রেজিস্টার থাকতে হবে  অর্থাৎ যেখান থেকে পেনশন পেয়ে থাকেন সেখানে আধার নম্বর রেজিস্ট্রেশন মাস্ট।  পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা, ডাক বিভাগের ডোরস্টেপ পরিষেবা ব্যবহার করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে ৷

PF Interested Credit-কেন্দ্রের উপহার, পিএফ অ্যাকাউন্টে ঢুকছে সুদের টাকা, জানুন চেক করার পদ্ধতি

আরও পড়ুন-Small scheme Investment-ছোট বিনিয়োগে বড় রিটার্ন, মাত্র ১০০ টাকা দিয়ে শুরু করুন এই স্কিম

স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক ইত্যাদি ডোরস্টেপ পরিষেবা দিয়ে থাকে ৷ এর মধ্যে সামিল রয়েছে ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক ৷ এছাড়াও ওয়েবসাইট, doorstepbanks.com বা www.dsb.imfast.co.in/doorstep/login, মোবাইল অ্যাপ্লিকেশন বা 18001213721,  18001037188-এই টোলফ্রি নম্বরে কল করে ডোরস্টেপ পরিষেবার জন্য বুকিং করতে পারেন।

Share this article
click me!