মাত্র ৭ দিনে হুড়মুড়িয়ে কমবে ১০ কেজি ওজন, হাতে রাখুন মাত্র ১৫ মিনিট

একটানা বাড়তি থেকে শরীরে জমছে বাড়তি মেদ। যারা ফিটনেস ফ্রিক তাদের অবস্থা আরও নাজেহাল। বাইরে বেরিয়ে বা জিমে গিয়ে অনেকের পক্ষেই জিম করা সম্ভব নয়। তাই বাড়িতে বসেই সেরে নিচ্ছেন শরীরচর্চা, পাশাপাশি খাবারেও রাশ টানছেন। ঠিকমতো ডায়েট মেনে খাওয়াদাওয়া ও শরীরচর্চাই এর একমাত্র ওষুধ। সারাদিন এদিক-ওদিক করে সময় নষ্ট না করে নির্দিষ্ট সময় মেনে শরীরচর্চা করুন। তবে শরীরচর্চা করলেই হল না। জিম গিয়ে শরীরচর্চা করার আগে মেন চলতে হবে বেশ কিছু নিয়মও।
 

Riya Das | / Updated: Mar 22 2022, 05:30 AM IST

একটানা বাড়তি থেকে শরীরে জমছে বাড়তি মেদ। যারা ফিটনেস ফ্রিক তাদের অবস্থা আরও নাজেহাল। বাইরে বেরিয়ে বা জিমে গিয়ে অনেকের পক্ষেই জিম করা সম্ভব নয়। তাই বাড়িতে বসেই সেরে নিচ্ছেন শরীরচর্চা, পাশাপাশি খাবারেও রাশ টানছেন। ঠিকমতো ডায়েট মেনে খাওয়াদাওয়া ও শরীরচর্চাই এর একমাত্র ওষুধ। সারাদিন এদিক-ওদিক করে সময় নষ্ট না করে নির্দিষ্ট সময় মেনে শরীরচর্চা করুন। তবে শরীরচর্চা করলেই হল না। জিম গিয়ে শরীরচর্চা করার আগে মেন চলতে হবে বেশ কিছু নিয়মও।

কিন্তু কীভাবে ফ্যাট ঝরাবেন  মাত্র ৭ দিনে তা নিয়ে নাজেহাল হয়ে পড়ছেন। আর চিন্তার কোনও কারণ নেই। এবার শুরু করে দিন জেনারেল মোটরস ডায়েট যা গোটা বিশ্বে জিএম ডায়েট প্ল্যান নামে পরিচিত। কী এই বিশেষ ডায়েট, দেখে নিন একনজরে।  জিএম ডায়েটের দ্বিতীয় দিনে রাখবেন বিভিন্ন ধরনের সব্জি। সকালের ব্রেকফাস্টে ১ টা আলু সেদ্ধ সঙ্গে মাখন দিয়ে খেতে পারেন। সব্জি সেদ্ধ করে খাওয়াটা শরীরের জন্য ভাল। শসা খাবেন বেশি পরিমাণে। ৭-৮ গ্লাস জল খাবেন নিয়ম করে।

 

তৃতীয় দিনে ফল আর সব্জি দুটোই খেতে পারেন। ফলের মধ্যে যা-ই খাবেন কিন্তু কলা খাবেন না। জলের পরিমাণ কমানো যাবে না। প্রচুর পরিমাণে জল খেতে হবে। জিএম ডায়েটের চতুর্থ দিনে দুধ আর কলা খাবেন। ৬-৭ টি কলা ও ৩-৪ গ্লাস দুধ খেতে পারেন। টক দই রাখতে পারেন ডায়েটে। কিন্তু বাইরে আর কিছু খাবেন না।  পঞ্চম দিনে  অন্যান্য দিনের চেয়ে অনেকটাই আলাদা। কারণ সেদিনের ডায়েটে থাকবে চিকেন বা মাছ। তবে শুধু চিকেনই নয় সঙ্গে টমেটো খেতে পারবেন। যারা নিরামিষ খান তারা ব্রাউন রাইস বা কটেজ চিজ খেতে পারেন। ১০ গ্লাস জল খাবেন নিয়ম করে। ষষ্ঠ দিনে খাবেন চিকেন। তবে যদি পরপর  দুদিন চিকেন খেতে ভাল না লাগে তালে পনির কিংবা ব্রাউন রাইস খেতে পারেন। তার সঙ্গে নিজের পছন্দের যে কোনও সব্জি রাখবেন। তবে সব্জির মধ্যে আলু রাখবেন না।  সঙ্গে ১০ গ্লাস জল খাবেন। ডায়েটের একবারে শেষ অর্থাৎ সপ্তম দিনে ব্রাউন রাইসের খিচুড়ি, ফল, সব্জি, ফলের রস খেতে পারবেন। কিন্তু সেইদিনটা প্রাণীজ প্রোটিন খাওয়া চলবে না।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

BJP Live : সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কী অভিযোগ করছেন, দেখুন সরাসরি
Madan Mitra | 'দেব আমাকে ক্ষমা করে দিস ভাই' কেন ক্ষমা চাইলেন মদন মিত্র?
Manoj Tigga | বিধায়কপদ থেকে ইস্তফা দিলেন মনোজ টিগ্গা, ফিরিয়ে দিলেন আই কার্ড ও গাড়ি
Daily Horoscope Live: ১৪ জুন শুক্রবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
Suvendu Adhikari : 'মমতা বিরোধীদের শেষ করে দিতে চায়' বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর