অন্তর্বাসে হিন্দু দেব-দেবীর ছবি, দিওয়ালির আগেই আমাজন বয়কটের ডাক

  • আবারও আমাজন বয়কটের ডাক
  • হিন্দু দেব দেবীদের অমর্যাদা
  • পাপোস থেকে অন্তর্বাসে ছবি
  • মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায় ছবি

একই ভুল বারে বারে। আগে ছিল চটি, এবার হল অন্তর্বাস। হিন্দু দেব দেবীর ছবি থেকে শুরু করে তাঁদের সঙ্গমের দৃশ্য, তাই যেন হু হু করে বিকচ্ছে মার্কেটে। আমাজন দিওয়ালির মুখেই আরও একবার পড়ল বিপাকে। বারে বারে হিন্দু দেব দেবীদের নিয়েই এই ধরনের ঠাট্টা কেন, নেট দুনিয়া তোলপাড়। একাধিক প্রডাক্টের স্ক্রিনসর্টে উঠে এলো সেই সকল জামা কাপড়ের ছবি। মুহূর্তে উঠল আমাজন বয়কটের ডাক। 

 

Latest Videos

 

দিপাবলির পিক সময়, যখন হু হু করে সেলের দাপটে জিনিস বিক্রি হচ্ছে অনলাইনে। ঠিক সেই সময়ই আমাজনের মাথায় হাত। আবারও একই ভুল করে বসল এই সংস্থা। এবার অন্তর্বাসে হিন্দু দেব দেবীদের ছবি উঠে এলো। এর আগে ছিল জুতো ও চটি। কেন একই ভুল আবার! এখনেই শেষ নয়, পাশাপাশি পাপোসে হিন্দু সনাতন ধর্মের ওঁ, দেবদেবীদের সঙ্গমের দৃশ্য, সবই হয়ে উঠল ভাইরাল। 

 

 

বিষয়টা নজর কাড়তেই রে রে করে উঠল নেট বাসী। একের পর এক স্ক্রিনশর্টে ছড়িয়ে পড়তে লাগল ছবি। ক্ষোভে ফেটে পড়লেন ক্রেতারা। তুললেন আমাজন বয়কটের ডাক, পাশাপাশি আনইন্সটলও করলেন অনেকেই। তাই বিক্রির মরসুমে বড় ধাক্কার মুখে দাঁড়িয়ে আমাজন। যদিও সংস্থার তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন