আর্মি স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ, আবেদনের শেষ তারিখ দেখে নিন

  • চলছে আর্মি স্কুলে শিক্ষক নিয়োগের কাজ। 
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। 
  • পরীক্ষা হবে ১৯ এবং ২০ সেপ্টেম্বর। 
  • ফলাফল প্রকাশ ৩০ অক্টোবর।

debojyoti AN | Published : Sep 14, 2019 7:26 AM IST / Updated: Sep 14 2019, 01:16 PM IST

চলতি বছরে আর্মি স্কুলে শিক্ষক নিয়োগে আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। দ্য আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি, আর্মি পাবলিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। বিভিন্ন সংবাদস মাধ্যমে প্রকাশিত খবর থেকে আরও জানা যাচ্ছে, শূণ্যপদের সংখ্যা এখনই ঘোষণা করা না হলেও, পরীক্ষার জন্য আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে। এডব্লিউইএসআইএনডিআইএ.কম, এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। 

অফিশিয়াল নোটিশ অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর এই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। ১৯ এবং ২০ অক্টোবর পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০ অক্টোবর। 

কীভাবে আবেদন জানাবেন-
স্টেপ ১- এডব্লিউইএসআইএনডিআইএ.কম, এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
স্টেপ ২- হোমপেজে অনলাইন স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট অব টিচার-এর নীচে, রেজিস্টার হেয়ার-এ ক্লিক করতে হবে
স্টেপ ৩- নতুন একটি পেজ খুলবে

মুখের সঙ্গে মানানসই হেয়ার কাট, পুজোয় নিজেকে সাজিয়ে তুলুন অন্য ভাবে

স্টেপ ৪- নিউ ইউজার-এ ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে
স্টেপ ৫- ফর্মটি ফিল আপ করে তাতে প্রার্থীকে তার ছবি আপলোড করতে হবে
স্টেপ ৬- পেমেন্ট সম্পূর্ণ করতে হবে

আগামী ১৯ এবং ২০ অক্টোবর অনলাইন স্ক্রিনিং টেস্ট হবে। এই পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই করে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে নেওয়া হবে কম্পিউটার পরীক্ষাও। পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে প্রার্থীকে অনলাইন টেস্টের প্রতিটি বিভাগে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং-ও রয়েছে। 

Share this article
click me!