অবসর সময় বা কাজের ফাঁকে চুইংগাম! জেনে নিন শরীরের কী ক্ষতি ডেকে আনছেন

  • অতিমাত্রায় চুইংগাম খাওয়া ক্ষতিকারক
  • অযথা বা যখন তখন চুইংগাম মুখে পুরবেন না
  • শরীরের নানা সমস্যার কারণ এই চুইংগাম
  • জেনে নিয়েই তা মুখে পুরোন

Jayita Chandra | Published : Jul 13, 2019 1:19 PM IST

কখনও বা মুখের গন্ধ দুর করতে আবার কখনও বা কাজের চাপে হোক বা অবসরে মুখের মধ্যে পুরে দেওয়া একটা টুইংগাম। সময় কেটে যার বেশ। মুখের মধ্যেই তা আবার রেখে দেন কেউ দীর্ঘক্ষণ ধরে। ফলে সমস্যার সন্মুখীন হতে হয় তাদের। কিন্তু সেই সমস্যার কারণ যে টুইংগাম তা হয়তো জানেন না অনেকেই। কিন্তু এই চুইংগামের জন্যই প্রতিনিয়ত শরীরে কোনো না কোনও সমস্যা দেখা দিচ্ছে আপনার। 

আরও পড়ুনঃ আইসক্রিম খেতে ভালোবাসেন! জানুন যে পাঁচটি কারণে আইসক্রিম খাবেন

জেনে নিন চুইংগাম খেলে কী কী সমস্যায় ভুগতে পারেন আপনিঃ
১. দাঁতের সমস্যা দেখা দিতে পারে। চুইংগাম খেলে বাড়ে ক্যাভিটিসের সম্ভাবনা। অনেকক্ষণ ধরে তা দাঁতের  মধ্যে রয়ে যায় এবং মিষ্টি হওয়ার ফলে বাড়ে সমস্যা।
২. মাথা যন্ত্রণা বাড়ে। দীর্ঘক্ষণ ধরে চেবানোর ফলে মাথার মধ্যে চাপ সৃষ্টি হয়। যা থেকে মাথার যন্ত্রণাও শুরু হতে পারে।
৩. পেটের সমস্যা হয় চুইংগাম চেবালে। হজমের সমস্যা, পেটের গোলমাল, গ্যাসের সমস্যা প্রভৃতি দেখা যায় চুইংগাম যারা চেবান তাদের অতিমাত্রায়।
৪. চুইংগাম খেলে জেদ অতিমাত্রায় বেড়ে যায়। যাদের চুইংগাম চেবানোর অভ্যাস রয়েছে তারা ক্রমেই জেদি হয়ে ওঠেন। 
৫. কৃমির সমস্যা বাড়ে। এছাড়াও ডায়রিয়া হতে পারে। তাই এই অভ্যাস ত্যাগ করা প্রয়োজন। নইলে সমস্যা বাড়বে। 

Share this article
click me!