আজ আপনি অর্থ সংক্রান্ত একাধিক তথ্য পেতে পারেন। কখনও শুনতে পারেন আপনার ব্যাঙ্কের সুদ করে গিয়েছে, তো কখনও শুনতে পারেন আপনার ক্রেডিট কার্ডের সুদ বেড়ে গিয়েছে। আজ এই চারটি তথ্য থেকে সতর্ক থাকুন।
১ এপ্রিল দিনটি এপ্রিল ফুল দিবস হিসেবে পরিচিত। সকাল থেকে একের পর এক মেসেজ আসছে ফোনে। মজার মজার মেসেজ, আর শেষে লেখা হ্যাপি এপ্রিল ফুল ডে। আজ সারাটা দিনই সকলে ব্যস্ত একে অন্যকে বোকা বানাতে। আজ আপনি অর্থ সংক্রান্ত একাধিক তথ্য পেতে পারেন। কখনও শুনতে পারেন আপনার ব্যাংকের সুদ করে গিয়েছে, তো কখনও শুনতে পারেন আপনার ক্রেডিট কার্ডের সুদ বেড়ে গিয়েছে। আজ এই চারটি তথ্য থেকে সতর্ক থাকুন। এই তথ্য দেখে আপনার ব্লাড প্রেসার বাড়াবেন না। এই পাঁচটি বিষয় নিয়ে কেউ আপনার সঙ্গে মজা করতে পারে।
জোক্স নম্বর ১: আজ কেউ আপনাকে বোঝাতেই পারে বাড়ি ভাড়ার টাকায় বাড়ি কেনা হয়ে যাবে। আপনি যে টাকা বাড়ি ভাড়া দেন, সেই টাকাতেই নাকি নতুন বাড়ি হয়ে যাবে। আজ এমন মেসেজ আসতেই পাড়ে আপনার ফোনে। কিন্তু, না জেনে এগিয়ে যাবেন না। বাড়ি কিনতে গেলে মোটা টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এই কথা ভুললে চলবে না।
জোক্স নম্বর ২ : আজ ফোনে এমন কোনও মেসেজ পেতেই পারেন, যেখানে লেখা রয়েছে আপনার ব্যাংকের সুদের পরিবর্তন হয়েছে। আজকের জন্য বিশেষ কোনও স্কিম এসেছে। যে খাতে বিনিয়োগ করলে, আপনি মোটা টাকা রিটার্ন পেতে পারেন। এই কথা না জেনে বিশ্বাস করবেন না। এটা এপ্রিল ফুল বানানোর একটা টেকনিক হতে পারে।
জোক্স নম্বর ৩: ক্রেডিট কার্ড নিয়ে আজ ব্যাংকের নাম করে কোনও ফোন আসতে পারে। ফোনের ওপার থেকে কেউ বলতেই পার, এই নতুন ক্রেডিট কার্ডে রয়েছে বিশেষ অফার। যেখানে আপনি যত বেশি কিনবেন রিওয়ার্ড পয়েন্টস তত জমবে। তার থেকে বিশেষ অফার পাবেন। এমন কথায় বিশ্বাস করবেন না। এটাও এপ্রিল ফুল বানানোর একটা জোক্স হতে পারে।
জোক্স নম্বর ৪: ফেরত দিয়ে দিন অব্যবহৃত ক্রেডিট কার্ড। আজ আসতেই পারে এমন ফোন। কেউ বলতেই পারেন, পুরনো অব্যবহৃত ক্রেডিট কার্ডে আছে অফার। সেটি ফেরত দিলে আপনি বিশেষ সুবিধা পাবেন। এমন কথায় বিশ্বাস করবেন না। এধরনের ফোন আজ আসা মানে আপনাকে কেউ বোকা করতে চাইছে। এছাড়াও, ব্যাংকে সুদ কমে গেয়ে এমন মেসেজ আসতে পারে। সেই মেসেজ থেকেও সাবধান।
আরও পড়ুন- আজ থেকেই নতুন আয়করের নিয়ম, জানুন বদল হচ্ছে কী কী ? আর্থিক চাপের মুখে চাকুরিজীবীরা
আরও পড়ুন- জিরার মধ্যে লুকিয়ে জীবনের চাবিকাঠি, কোষ্ঠকাঠিন্য থেকে যৌন সমস্যা-সবই সারিয়ে দিতে পারে
আরও পড়ুন- কাজের ফাঁকে ত্বকের নিন বিশেষ যত্ন, রইল অফিসে ত্বকের যত্ন নেওয়ার টোটকা