মনের মানুষকে এই পাঁচটি প্রতিশ্রুতি দিতে পারেন আজ, জেনে নিন কী কী

Published : Feb 11, 2022, 11:46 AM ISTUpdated : Feb 11, 2022, 11:49 AM IST
মনের মানুষকে এই পাঁচটি প্রতিশ্রুতি দিতে পারেন আজ, জেনে নিন কী কী

সংক্ষিপ্ত

আজ সকলেই তাদের মনের মানুষকে কোনও না কোনও প্রতিশ্রুতি দিতে চলেছে। তবে, শুধু দিনটা পালন করতে প্রতিশ্রুতি দেবেন না। আজ এমন প্রতিশ্রুতি  (Promise) দিন যা সারা জীবন পালন করতে পারেন। রইল পাঁচটি প্রতিশ্রুতির কথা।

প্রেম সপ্তাহের আর পঞ্চম দিন। রোজ ডে দিয়ে শুরু হয়েছে সপ্তাহ। রোজ ডে, চকোলেট ডে, টেডি ডে-র পর আজ প্রমিস ডে। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। সকলে আজ ভালোবাসার মানুষকে প্রেমের অঙ্গীকার জানিয়ে পালন করছে প্রমিস ডে। আজ সকলেই তাদের মনের মানুষকে কোনও না কোনও প্রতিশ্রুতি দিতে চলেছে। তবে, শুধু দিনটা পালন করতে প্রতিশ্রুতি দেবেন না। আজ এমন প্রতিশ্রুতি  (Promise) দিন যা সারা জীবন পালন করতে পারেন। রইল পাঁচটি প্রতিশ্রুতির কথা। 

দুঃখে সর্বদা পাশে থাকবেন এমন প্রতিশ্রুতি (Promise) দিতে পারেন মনের মানুষকে। চলার পথে দুঃখ-সুখ সবই আসে। সুখের সময় সকলেই পাশে থাকে। কিন্তু, দুঃখের সময় পাশে থাকা কঠিন। এই কঠিন সময় পাশে থাকার অঙ্গীকার করুন। ভালোবাসার মানুষকে বলুন, ‘আমার হাত ধরো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে কখনও যেতে দেব না।’

আপনাদের প্রথম দেখা হওয়া, আপনাদের সম্পর্কের শুরু, জন্মদিন, ভালোবাসার দিনের মতো বিশেষ দিনে মনে রাখার প্রতিশ্রুতি (Promise)। এই দিনগুলো অনেকেই ভুলে যায়। এরা থেকে তা মনে রাখবেন, এমন প্রমিস করুন। এই প্রতিশ্রুতি অন্যমাত্রা যোগ করবে আজকের দিনটিতে। 
 
সারা জীবন মুখে হাসি ফোটাবো, এমন অঙ্গীকার করুন মনের মানুষকে। ভালোবেসে তাকে সারা জীবন সুখে রাখার প্রতিশ্রুতি দিতে পারেন। দিনটা একেবারে অন্যভাবে পালন করুন। সকালে উঠে একটা প্রেমের শুভেচ্ছা বার্তা (Wish) পাঠান। তারপর দেখা করে গোলাপ উপহার দিন। আর এই প্রতিশ্রুতি দিন। 

সমস্যায় তাকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিতে পারে আজ। এই বিশেষ দিনে সকলেই ভালোবাসার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি (Promise) দিয়ে থাকে। তবে শুধু সুখ নয়, দুঃখেও তার সঙ্গে থাকতে হবে, এই কথা মাথায় রেখে প্রতিশ্রুতি দিন। মনে রাখবেন, রাখবেন আজ এমন কোনও অঙ্গিকার করবেন না যা রাখতে পারবেন না।  

স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিন মনের মানুষকে। তার স্বপ্ন পূরণে তার পাশে থাকবেন, এমন অঙ্গীকার করুন। ভালোবাসার মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য তার পাশের থাকার প্রতিশ্রুতি দিন। কেরিয়ারের (Career) কঠিন সময় মনের মানুষকে কাছে পাওয়া খুবই ভাগ্যের বিষয়। এই কঠিন লড়াইয়ে তার পাশে থাকুন। পাশে থেকে তার লড়াইয়ের অংশ হন।  

আরও পড়ুন: প্রমিস করার আগে মাথায় রাখুন কয়টি জিনিস, এমন প্রতিশ্রুতি দিন যা পালন করা সম্ভব

আরও পড়ুন: রইল প্রমিস ডে-র ১০টি শুভেচ্ছা বার্তা, মনের মানুষকে জানান সঙ্গে থাকার প্রতিশ্রুতি

আরও পড়ুন: শরীর ভালো রাখতে রোজ খান ঈষদুষ্ণ জল, ফল পাবেন হাতেনাতে
 

PREV
click me!

Recommended Stories

Lifestyle News: ফেংশুই মতে কোন জিনিসগুলি রাখলে আপনার গৃহকোণ সুখ শান্তিতে ভরে উঠবে জানুন বিস্তারিত
স্কাইডাইভিং থেকে রাফটিং- রইল পর্যটকদের জন্য ৫টি রোমাঞ্চকর স্পোর্টসের হদিশ