Christmas 2021 : নেটফ্লিক্সের সঙ্গেই কাটুক এবারের ক্রিসমাস, করোনাকালে বড়দিন পালনের সেরা টিপস

করোনার চোখরাঙানি নিয়ে নাজেহাল সকলেই। কোভিড থেকে আমরা এখন পুরোপুরি মুক্ত হইনি তার উপরই ওমিক্রন যেন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। তবে করোনাকালে বর্ষশেষ উদযাপন বাদ দেওয়া সেটা আবার হয় নাকি। বরং করোনার স্বাস্থ্যবিধি মেনে এবারের ক্রিসমাস উৎসব পালন করুন নিজের বাড়িতেই। পরিবারের সকল সদস্যদের নিয়ে আনন্দে মেত উঠুন।  নেটফ্লিক্স, আম্যাজন প্রাইম তো রয়েছে নতুন নতুন সিনেমা-ওয়েব সিরিজ দেখেও অনায়াসেই বড়দিনের সন্ধ্যাটা কাটাতে পারেন। বাড়িতে থেকেই ভার্চুয়াল সেলিব্রেশনে ক্রিসমাস পার্টির আয়োজন করুন প্রিয়জনদের সঙ্গে। বাইরে না গিয়ে কীভাবে বাড়িতেই বড়দিন পালন করবেন, রইল তার কিছু টিপস।
 

করোনার চোখরাঙানি নিয়ে নাজেহাল সকলেই। কোভিড থেকে আমরা এখন পুরোপুরি মুক্ত হইনি তার উপরই ওমিক্রন যেন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। তবে করোনাকালে বর্ষশেষ উদযাপন বাদ দেওয়া সেটা আবার হয় নাকি। বরং করোনার স্বাস্থ্যবিধি মেনে এবারের ক্রিসমাস উৎসব পালন করুন নিজের বাড়িতেই। পরিবারের সকল সদস্যদের নিয়ে আনন্দে মেত উঠুন।  নেটফ্লিক্স, আম্যাজন প্রাইম তো রয়েছে নতুন নতুন সিনেমা-ওয়েব সিরিজ দেখেও অনায়াসেই বড়দিনের সন্ধ্যাটা কাটাতে পারেন। বাড়িতে থেকেই ভার্চুয়াল সেলিব্রেশনে ক্রিসমাস পার্টির আয়োজন করুন প্রিয়জনদের সঙ্গে। বাইরে না গিয়ে কীভাবে বাড়িতেই বড়দিন পালন করবেন, রইল তার কিছু টিপস।
 

সিনেমা দেখুন

Latest Videos

প্রতিবারের তুলনায় এবার ক্রিসমাসের আগে ঠান্ডা যেন বেশ জাকিয়ে পড়েছে। ঘর কুয়াশার চাদরে মুড়েছে তিলোত্তমা নগরী। আর এই শীতের ঠান্ডায় বাড়িতে ক্রিসমাসকে উপভোগ করতে পপকর্নের বাটি মাস্ট। কম্বলের তলায় ঢুকে একের পর এক সিনেমা দেখে সময় কাটাতে পারেন অনায়াসেই।  নেটফ্লিক্স, আম্যাজন প্রাইম তো রয়েছে নতুন নতুন সিনেমা-ওয়েব সিরিজ দেখেও অনায়াসেই বড়দিনের সন্ধ্যাটা কাটাতে পারেন। ক্রিসমাস স্পেশাল সিনেমা সঙ্গে কেক- পপকর্ণ, কফি-পকোড়া দিয়ে সন্ধেটা জমিয়ে এনজয় করতে পারেন। 

ভার্চুয়াল ক্রিসমাস পার্টি  সেলিব্রেশন

ক্রিসমাস পার্টিতে যাদের সঙ্গে কাটানোর প্ল্যান ছিল কিন্তু কোভিডের জন্য ভেস্তে গিয়েছে সেই প্ল্যান তারা সকলে মিলে অনায়াসেই অনলাইনে জুম ও গুগল মিটে ভিডিও কলে আড্ডা মারতে পারেন। যে যার পছন্দের স্ন্যাকস, সঙ্গে আড্ডা, গানের লড়াই , অনলাইন গেম এইসব দিয়ে বড়দিনের উৎসবে মেতে উঠতে পারেন  অনায়াসেই।

 


 

ক্রিসমাস স্পেশ্যাল কেক 

করোনা আবহে যারা বাইরের কেক খেতে চাইছেন না তারা নিজেদের বাড়িতেই বানিয়ে নিতে পারেন ক্রিসমাস কেক। তবে শুধু কেক নন, বিভিন্ন ধরনের কুকিজও তৈরি করে নিতে পারেন। সন্ধ্যেবেলা ঘরোয়া কেক-কুকিজেই জমে যেতে পারে বড়দিনের আড্ডা।

 

 

সিক্রেটা সান্তা

বড়দিন মানেই সিক্রেটা সান্তা। বড়দিনে নিজের প্রিয় মানুষদের  উপহার দিতে সকলেরই ভাল লাহে।। কিন্তু এই বছর তাঁদের সঙ্গে দেখা  না হলেও অনলাইনে উপহার কিনে ক্যুরিয়ার করে দিয়ে আপনি হয়ে যেতে পারেন সিক্রেট সান্তা। এছাড়ও অনলাইনে সিক্রেট সান্তা অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

ফ্যামিলি গেম

ছোট থেকে বড় বাড়ির সকলে মিলেই আয়োজন করুন ক্রিসমাস পার্টির। ক্রিসমাস পার্টিতে নানা ধরনের গেম-এর আয়োজন করতে পারেন।এবং এর সঙ্গেই নানা ধরনের খাওয়া দাওয়া, মজার গেম রাখতে পারেন অনায়াসেই। গানের আসর থেকে ইনডোর গেম খেলেই অনায়াসে কাটাতে পারেন ক্রিসমাসের সন্ধের আড্ডটা।

 

 

সেলফি জোন

বাড়ির ভিতরেই একটা কর্নারে সেলফি জোন বানাতে পারেন। সেখানে প্রত্যেকেই নানা রকমের পোশাকে এবং নানা পোজে ছবি তুলতে পারেন। তারপর সেই ছবি থেকে প্রথম ,দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করে পুরস্কার দিতে পারেন। এতে ছোটরাও খুবই খুশি হবেন।

কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া

ক্রিসমাস সেলিব্রেশনে সবশেষে আসছে খাওয়া-দাওয়া। পরিবারের সকলের সঙ্গে রাতের বেলা বসিয়ে কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া মাস্ট। আর বাঙালির সঙ্গে ভূড়িভোজের এমনিতেই আলাদা একটা সম্পর্ক রয়েছে। তাই ইন্ডিয়ান থেকে মোগলাই-কন্টিনেন্টাল যে যেটা খেতে ভালবাসেন এই দিনটাতে সকলেই জমিয়ে খাওয়া-দাওয়া করুন।

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today