করোনার জেরে চাকরির বাজার এখন একরকম মন্দা। আর তার মাঝেই সুখবর শোনালো আন্তর্জাতিক সংস্থা কগনিজেন্ট। ২০২১ সালে ২৩০০০ পদে নিয়োগের সম্ভবনা কগনিজেন্টে। যার সিংহভাগই ভারত থেকে নিয়োগ হবে ভারত থেকে। কগনিজেন্টের নতুন ম্যানেজিং ডিরেক্টর রাজেশ নাম্বিয়ার এই কথা জানিয়েছেন।
অক্টোবর মাসে বোর্ডে আসার পর কগনিজেন্টের সিইও ব্রায়ান হ্যামফ্রিজকে এই কথা জানিয়েছেন। ভারত সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই পদক্ষেপ নিতে চলেছে এই আন্তর্জাতিক সংস্থা। তিনি জানিয়েছেন, এই বছর মোট ১,000,০০০ জন চাকরি পেয়েছ কগনিজেন্টে। যার অধিকাংশই চাকরি পেয়েছে ভারত থেকে। পাশাপাশি তিনি এও জানিয়েছে ২০২১ সালেও তারা প্রায় ২৩০০০ নতুন লোক নিতে চলেছে।
বেশ কিছু লক্ষ্য নিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যগুলির মধ্যে রয়েছে - দক্ষতার বিকাশের জন্য বিশ্ববিদ্যালয় গুলির সঙ্গে সহযগিতা করা। সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। সরকারি সংস্থা গুলির সঙ্গেও সুসম্পর্ক স্থাপন করা। এছাড়াও আরও বেশ কিছু উদ্যোগ নেতি চলেছে এই সংস্থাটি।