অন্তঃসত্ত্বা বলেই তাড়াহুড়ো করে বিয়ে করবেন না , জানিয়ে দিলেন কল্কি

Published : Oct 02, 2019, 07:29 PM ISTUpdated : Oct 03, 2019, 12:28 PM IST
অন্তঃসত্ত্বা বলেই তাড়াহুড়ো করে বিয়ে করবেন না , জানিয়ে দিলেন কল্কি

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন  তার  বেবি বাম্পের ছবি শুভেচ্ছাবার্তায় অনুষ্কা শর্মা থেকে শুরু করে সাধারণ মানুষ  ইতিমধ্যেই  ছাড়িয়ে গেছে  ৮৮০০০ লাইক যদিও পরিবারকে সঙ্গে রেখেই রেজিস্ট্রি ম্যারেজ করতে চান    


ভালবাসার বন্যায় ভেসে গেল সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রামে শেয়ার করলেন  কল্কি ,তার পাঁচ মাসের বেবি বাম্পের ছবি।ইতিমধ্যেই ৮৮০০০ লাইক ছাড়িয়ে গেছে।শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন অনুষ্কা শর্মা থেকে শুরু করে সাধারণ মানুষ।  

      
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কল্কি কেঁকলা জানান যে তিনি মা হতে চলেছেন। ইজরায়েলের ক্লাসিকাল পিয়ানোবাদক গাই হার্শবার্গই তাঁর সন্তানের পিতা।মাতৃত্বের স্বাদে তার জীবনে যে আমূল পরিবর্তন এসেছে। তাই এটাকে কোনও ভাবেই প্রতিযোগিতা হিসেবে মেনে নিতে চান না, সেই কথাও জানিয়েছেন তিনি। 

 

তিনি  নিজেই জানালেন, সামাজিক চাপে পড়ে শুধুমাত্র অন্তঃসত্ত্বা বলেই হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত নিতে চান না ।নিজের ইচ্ছে কে মর্যাদা দিয়ে,নিজের পরিবারকে  সঙ্গে রেখে রেজিস্ট্রি ম্যারেজ করতে চান ।তবে নিজের ছবি  শেয়ারের সঙ্গে এটাও জানালেন, তার জীবনের নতুন অথিতিকে তার পোশাকে অনেকটা জায়গা দিতে পেরেছেন।আর এজন্য তিনি ভীষণ খুশি।    
 

PREV
click me!

Recommended Stories

Saraswati Puja: সরস্বতী পুজোয় কেন সবাই বাসন্তী বা হলুদ রং পরেন? জেনে নিন বসন্ত ঋতু, দেবী সরস্বতী ও সংস্কৃতির সঙ্গে এই রঙের গভীর সম্পর্ক
Saraswati Puja 2026: দিনের শুরুতে জানান শুভেচ্ছা, সরস্বতী পুজো উপলক্ষে রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ