সাবধানতা অবলম্ববন করেই মাতুন দোলে, মোটেও এই কাজগুলো করবেন না

Published : Mar 04, 2020, 12:09 AM IST
সাবধানতা অবলম্ববন করেই মাতুন দোলে, মোটেও এই কাজগুলো করবেন না

সংক্ষিপ্ত

কয়েকটা জিনিস মাথায় রেখেই মাতুন দোলে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলুন ত্বকের যত্ন নিতে সজাগ হন আগে থেকে নিয়ম মেনে চলুন, ট্রাফিক মানুন

দোলযাত্রা বসন্তের এক ভিন্ন আমেজ। শীত বিদায় সকলে মিলে পরন্ত রোদে জীবনকে আরও এক বার রাঙিয়ে নেওয়ার পালা। নানা পরিকল্পনা, না না ব্যস্ততা। তারই মাঝে কোথাও গিয়ে যেন দিনের শেষে খবরের শিরোনামে জায়গা করে নেয় নানা অপ্রীতিকর ঘটনা। তাই এই মুহূর্ত যাতে নষ্ট না হয়, কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। 

কী কী করবেনঃ 
১. পরিষ্কার জল ব্যবহার করবেন। নয়তো ত্বকের সমস্যা দেখা দিতে পারে। 
২. দামী রং ব্যবহার করবেন, পারলে ভেষজ রং ব্যবহার করবেন। 
৩. রং খেলার আগে মুখে ক্রিম মেখে নেবেন। এতে রং তুলতে সুবিধা হবে। 
৪. ত্বকের কোনও সমস্যা থাকলে হালকা আবির খেলতে পারেন। রং এড়িয়ে চলুন। 
৫. শরীরের বেশিরভাগ অংশ ঢেকে নিন। এতে রঙের প্রভাব বেশ খানিকটা কম পড়ে ত্বকের ওপর।
৬.ট্রাফিক আইন মেনে চলুন এবং সকলে মিলে এই দিন উপভোগ করুন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এদিন রঙিম হয়ে উঠুন। 

কী কী করবলেন নাঃ
১. নতুন সাদা পোশাক এড়িয়ে চলার চেষ্টা করবেন। দামী পোশাক পড়বেন না। আবিরের মধ্যেও রং থাকতে পারে।
২. ক্রিম কিংবা নারকেল কেল না মেখে রং খেলবেন না। এতে ত্বকের সমস্যা বাড়বে। 
৩. কখনও অপ্রীতিকর ঘটনাতে জড়িয়ে পড়বেন না। এতে হেনস্থা হতে হবে। 
৪. কখনই কাউকে জোর করে রঙ মাখানোর চেষ্টা করবেন না। 
৫. হেলমেট ছাড়া বাইক চালাবেন না। মদ্য পান থেকে করবেন না। এতে সমস্যা বাড়তে পারে। 
৬. অনুমতি ছাড়া কোনও কলেজ কিংবা পার্টিতে প্রবেশ করবেন না। পরবর্তীতে সমস্যার সন্মুখীন হতে পারেন। 

PREV
click me!

Recommended Stories

শীতে নানা রকম ডালিয়া পেতে প্রয়োজন গাছের সঠিক পুষ্টি, জানুন কোন খাবারে ফুটবে বাগান ভর্তি ডালিয়া
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়