সন্ধ্যের চায়ের আড্ডা জমে উঠুক লোভনীয় এই পদের সঙ্গে

Published : Dec 03, 2019, 03:16 PM IST
সন্ধ্যের চায়ের আড্ডা জমে উঠুক লোভনীয় এই পদের সঙ্গে

সংক্ষিপ্ত

খাদ্য রসিকদের খাদ্য তালিকায় এই স্ন্যাক্সটি একটি অন্য স্থান অর্জন করে আছে আজ রইল বাঙালির অত্যন্ত প্রিয় একটি স্ন্যাক্স ফিশ কবিরাজীর রেসিপি রেস্তোরাঁর স্বাদে বানিয়ে নিতে পারবেন বাড়িতেই দেখে নিন সহজ এই রেসিপি

খাদ্য রসিক বাঙালির খাদ্য তালিকায় এই স্ন্যাক্সটি একটি অন্য স্থান অর্জন করে আছে। ভালো ফিশ কবিরাজি খাওয়ার জন্য কতজন ভোজনরসিক বাঙালি যে কত ভিন্ন রেস্তোরাঁয় হানা দিয়েছেন তা বোধহয় আলাদা করে বলার জায়গা রাখে না। তাই আজ রইল বাঙালির অত্যন্ত প্রিয় একটি স্ন্যাক্স ফিশ কবিরাজীর রেসিপি। যা আপনি সহজেই রেস্তোরাঁর স্বাদে বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। রইল রেসিপি

আরও পড়ুন- ডায়াবেটিস থেকে কোলেস্টেরল, নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী ধনেপাতা

ফিশ কবিরাজী বানাতে লাগবে—

৪-৫ টা ভেটকি মাছের ফিলে

৩ টে ডিম

২ চা চামচ ময়দা

১ চা চামচ কর্নফ্লাওয়ার

১ চা চামচ ধনেপাতা বাটা

১ চা চামচ কাঁচালঙ্কা বাটা

১ চা চামচ পুদিনা পাতা বাটা

১ চা চামচ কালো জিরে

২ কাপ বিস্কুটের গুড়ো

সামান্য গোলমরিচের গুঁড়ো

স্বাদ মতন লবন

ফ্রাই করার জন্য পরিমান মত সাদা তেল

আরও পড়ুন- মানব সভ্যতার ইতিহাসে আজ একটি ঐতিহাসিক দিন, জানুন সেই কাহিনি

ফিশ কবিরাজি বানানোর পদ্ধতি—

প্রথমে একটা বাটিতে ম্যারিনেশনের জন্য ধনেপাতা ও পুদিনা পাতা বাটা জল ছেঁকে নিন, কাঁচা লঙ্কা বাটা, এক চিমটে গোলমরিচের গুড়ো, লবন, সামান্য চিনি, ময়দা ও ১ টা ডিম ফাটিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরী করুন।

এবার ব্যাটার এর মধ্যে মাছের ফিলেগুলো ডুবিয়ে রাখুন কিছুক্ষন।

অন্যদিকে প্যানে তেল গরম করতে বসিয়ে দিন।

একটা ডিশে বিস্কুটের গুড়ো ঢেলে, তাতে ব্যাটারে ডুবিয়ে রাখা ফিলেগুলোতে কোট করে নিন।

এবার অন্য একটা বাটিতে ২ টো ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য লবন, কালোজিরে, এক চিমটে গোলমরিচের গুড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ব্যাটার তৈরী করে নিন

প্যানের তেল গরম হয়ে এলে তাতে বিস্কুটের গুড়োয় কোট করা মাছের ফিলেগুলো তেলে একটা বা দুটো করে দিয়ে উপর থেকে চামচে করে ডিমের ব্যাটার দিয়ে উল্টে দিন। 

উল্টো দিকেও একইভাবে ব্যাটার ছড়িয়ে দুই পাশ ভালো করে ভেজে নিন।

স্যালাদ ও কাসুন্দির সঙ্গে গরম গরম সাজিয়ে পরিবেশন করুন ফিশ কবিরাজী।

PREV
click me!

Recommended Stories

বাথরুমের দুর্গন্ধ দূর করতে প্রাকৃতিক উপায়ে যে গাছগুলো লাগাবেন
Saraswati Puja Wishes: সরস্বতী পুজোর শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা, রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ