এক কোয়া রসুনের গুণে ত্বক হবে উজ্জ্বল, জেনে নিন কোন উপায় পুজোর আগে পাবেন জেল্লাদার ত্বক

পুজোর সময় ত্বক উজ্জ্বল করতে সকলেই নানান পদ্ধতি মেনে চলেন। এবার রইল সহজ পদ্ধতির হদিশ। পুজোর আগে ত্বকের জেল্লা আনতে হাতিয়ার করুন এক কোয়া রসুন। এই কয় উপায় ব্যবহারে মিলবে উপকার।

 

Sayanita Chakraborty | Published : Sep 10, 2024 6:15 PM
110

নারকেল তেল বা অলিভ অয়েলে কয়েক কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। তা ব্রণর ওপর লাগান। মুহূর্তে কাজ করবে। যাদের ব্রণর সমস্যা তারা পাবেন উপকার।

210

ব্রণর ওপর ব্যবহার করুন রসুনের রস। রসুন থেঁতো করে নিন। সেই রস ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

310

রসুন পেস্ট করে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

410

রসুন পেস্ট করে নিন। তাতে মেশান দুধ। ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

510

পরিমাণ মতো বেসন নিন একটি পাত্রে। তাতে মেশান দই। এবার এক কোয়া রসুন থেঁতো করে নিন। তা এই মিশ্রে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

610

একটি রসুন প্রথমে থেঁতো করে রস বের করে নিন। এবার টমেটো কেটে ভিতরের থকথকে অংশ বের করে নিন। টমেটোর সঙ্গে মেশান এই রসুনের রস। ভালো করে পেস্ট বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

710

ত্বকে অনেক সময় চুলকানি বা লাল দাগ দেখা যায়। এক্ষেত্রে রসুনের রস লাগান সেই লাল দাগের ওপর। মিলবে উপকার।

810

রসুন চিবিয়ে খেতে পারেন। এতে ত্বকে আসবে লাবণ্য। তবে, রসুন খাওয়ার পর ব্রাশ করে নিন। তা না হলে মুখে গন্ধ ছাড়বে।

910

ত্বকে জেল্লা আনতে চাইলে ঘুম থেকে উঠে মধু আর লেবুর রসের সঙ্গে রসুন মিশিয়ে খান। মিলবে উপকার। এই টোটকা মেনে চলুন। এতে মিলবে উপকার।

1010

স্ট্রেচ মার্কস দূর করতে ব্যবহার করুন রসুন। অলিভ অয়েলের সঙ্গে রসুনের রস মিশিয়ে তা স্ট্রেচ মার্কসের ওপর লাগান। মিলবে উপকার।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos