চুল ভালো রাখতে কেউ নিয়মিত ঘরোয়া টোটকা মেনে চলেন তো কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন। তেমনই কেউ করেন পার্লার ট্রিটমেন্ট।
212
এবার চুলের যত্নে কিংবা চুলের সমস্যা দূর করতে মেনে চলুন ঘরোয়া টোটকা। নিত্যদিনের ব্যবহার্য একটি পণ্য আছে। যা ব্যবহার করুন চুলের যত্নে। এতে সমস্যা থেকে মিলবে দ্রুত মুক্তি।
312
দুষণের কারণে অনেকেরই চুলের জেল্লা হারিয়ে গিয়েছে। তারা এক ঘরোয়া প্যাক ব্যবহার করুন। ১ চামচ ঘি-র সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। তা চুলে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন।
412
অকাল পক্কতার সমস্যায় ভোগেন অনেকে। তারা সপ্তাহে অন্তত একদিন অল্প ঘি নিয়ে তা হালকা গরম করে নিন। এই ঘি দিয়ে ম্যাসাজ করুন।
512
অকারণ চুল উঠার সমস্যায় অনেকেই ভুগে থাকেন। সপ্তাহে একদিন ১ চামচ ঘি-র সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। তা চুলে ম্যাসাজ করুন। মিলবে উপকার।
612
চুল নরম করতে ও চুলে আর্দ্রতা বজায় রাখতে ঘি ব্যবহার করতে পারেন। এতে আছে ফ্যাটি অ্যাসিড। যা চুলে লাগালে চুল নরম হবে।
712
ঘি-র সঙ্গে আমলকীর রস মিশিয়ে প্যাক বানাতে পারেন। আমলকী টুকরো করে কেটে নিন। তা ব্লেন্ড করে রস বের করে নিন। এর সঙ্গে মেশান ঘি। চুলে লাগালে মিলবে উপকার।
812
ঘি-র সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে প্যাক বানাতে পারেন। পেঁয়াজের টুকরো করে কেটে নিন। তা ব্লেন্ড করে রস বের করে নিন। এর সঙ্গে মেশান ঘি। চুলে লাগালে মিলবে উপকার।
912
ঘি, আমন্ড অয়েল ও লেবুর দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ঘি নিয়ে তাতে আমন্ড অয়েল ও লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে নিন। সপ্তাহে ১ দিন ব্যবহারে চুলের যাবতীয় সমস্যা দূর হবে।
1012
ঘি ও অলিভ অয়েল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ঘি নিয়ে তাতে অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। সপ্তাহে ১ দিন ব্যবহারে চুলের যাবতীয় সমস্যা দূর হবে।
1112
ঘি ও ক্যাস্টর অয়েল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ঘি ও সম পরিমাণ ক্যাস্টর অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। প্যাক ব্যবহারে যাবতীয় সমস্যা দূর হবে।
1212
ঘি ও মধু দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ঘি নিয়ে তাতে মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। সপ্তাহে ১ দিন ব্যবহারে মিলবে উপকার।