ডায়েটে রাখুন মাছ, ডিম ও রসুন। মাছ, ডিম ও রসুনে আছে সেলেনিয়াম। এছাড়াও মাছ, ডিমে আছে প্রোটিন, ভিটামিন, কপার, জিঙ্ক, আয়রনের মতো উপাদান। আছে ওমেগা থ্রি অ্য়াসিড। নিয়মিতি খাদ্যতালিকায় এগুলো রাখলে মিলবে উপাদান। রোজ এমন খাবার রাখুন ডায়েটে। শরীর সুস্থ থাকবে ত্বকে আসবে জেল্লা। মেনে চলুন এই বিশেষ টিপস।