শেষ মুহূর্তে ত্বকে আনুন জেল্লা, একবার এই প্যাক ব্যবহারেই উজ্জ্বল হবে ত্বক, জেনে নিন কীভাবে

পুজোর সময় ত্বকের জেল্লা বাড়াতে বেসন, চন্দন, ওটস, মধু, শসা, টমেটো, দুধ, পাতিলেবুর মতো উপাদানের সাহায্যে তৈরি করুন ঘরোয়া ফেস প্যাক।

Sayanita Chakraborty | Published : Oct 7, 2024 12:03 PM IST

হাতে আর সময় নেই বললেই চলে। অনেকে প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন। এরই মাঝে অনেকের রূপচর্চা এখনও বাকি। আর রইল বিশেষ টিপস। শেষ মুহূর্তে ত্বকে জেল্লা আনতে মেনে চলুন এই বিশেষ টোটকা। ব্যবহার করুন এই বিশেষ প্যাক।

বেসন, চন্দন ও দুধের প্যাক

Latest Videos

ত্বকে জেল্লা আনতে বেসন, চন্দন ও দুধের প্যাক বানাতে পারেন। একটি পাত্রে বেসন নিন। তাতে মেশান চন্দন। দিন দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

ওটস, মধু ও দুধের প্যাক

একবার ত্বকে জেল্লা আনতে ওটস, মধু ও দুধের প্যাক লাগাতে পারেন। ওটস মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান দুধ ও মধু। ভালো করে মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মুহূর্তে ত্বকে আসবে জেল্লা। ট্যান দূর করতে ব্যবহার করুন এই প্যাক। 

শসা ও টমেটোর প্যাক

দ্রুত ট্যানের সমস্যা দূর করতে শসা ও টমেটোর প্যাক লাগান। শসা কেটে ব্লেন্ড করে নিন। তার রস আলাদা করুন। এবার টমেটোর ভিতরের অংশ কেটে বের করে নিন। ভালো করে মিশিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

দুধ ও পাতিলেবুর প্যাক

একটি পাত্রে দুধ নিন। তাতে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। ঘন মিশ্রণ তৈরি করুন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। পুজোর সময় ব্যবহার করুন এই প্যাক। মুহূর্তে ত্বকে আসবে জেল্লা। ট্যান দূর করতে ব্যবহার করুন এই প্যাক। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Jaynagar কাণ্ডে বিস্ফোরক CPIM নেত্রী Minakshi Mukherjee! কী বললেন দেখুন | Jaynagar Kultali News
জয়নগরের 'অসুরটার' শাস্তির দাবীতে বিশাল মিছিল! হাওয়া TMC নেতারা! | Jaynagar News | Bangla News |
দুর্গোৎসবের মরশুমে রক্তদান শিবির! উদ্বোধনী উৎসবে চাঁদের হাট! Belur দুর্গোৎসবের দুর্দান্ত শুরু
কুলতলীর ঘটনার প্রকাশ্যে আসার দিনেই Mamata-র ডান্ডিয়া নাচ #shorts #mamatabanerjee
'দু-একটা ঘটনা বাংলায় ঘটলেই চিৎকার, চেঁচামেচি, হাহাকার হয়' বিস্ফোরক মমতা | Jaynagar | Mamata Banerjee