Beauty trend eyelash: আদৌ কি চোখের সৌন্দর্য, নাকি সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে?

Published : Jul 25, 2025, 07:15 PM IST
Eyelash

সংক্ষিপ্ত

মাস্কারা দিয়েও আঁখি পল্লব ঘন, কালো, লম্বা না দেখালে অনেকেই ভরসা করেন "আইল্যাশ এক্সটেনশন"। তবে এখন নকল পল্লব লাগাতে গিয়েই চোখের সংক্রমণে ভুগছেন অনেকেই।

ঘন, কালো, লম্বা আঁখি পল্লব বা চোখের পাতা এখন সবাই চায়। মাস্কারা দিয়েও যদি কাঙ্খিত ফল না মেলে, তখন ভরসা 'আইল্যাশ এক্সটেনশন’ বা নকল আঁখিপল্লব ব্যবহার। যদিও এই জনপ্রিয় প্রসাধনী অনেকের কাছেই রোজকার ডাল ভাত। তবু এর মধ্যে লুকিয়ে রয়েছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। অজান্তেই চোখের সংক্রমণ, অ্যালার্জি থেকে শুরু করে কর্নিয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।

কীভাবে ক্ষতি করছে কৃত্রিম আঁখিপল্লব?

বাজারের সস্তার আইল্যাশ এক্সটেনশন আঠায় ব্যবহৃত হয় ক্ষতিকর রাসায়নিক উপাদান, যেমন- ল্যাটেক্স, সেলুলোজ় গাম, সায়ানোঅ্যাক্রিলেটস, ফর্মালডিহাইড, বেঞ্জোয়িক অ্যাসিড। এই উপাদানগুলোর প্রভাবে ‘কনট্যাক্ট ডার্মাটাইটিস’ হতে পারে। এই রোগের কারণে ত্বকে জ্বালা, চুলকানি, লালচে র‌্যাশ হতে পারে। চোখের পাতার উপরে ফোলাভাব, ফুসকুড়ি দেখা দিতে পারে।

সংক্রমণ এড়াতে কী করণীয়?

* আইল্যাশ এক্সটেনশন প্রতিবার ব্যবহার ও খোলার পরে ভাল করে চোখ ধুয়ে নিতে হবে।

* আইল্যাশ এক্সটেনশন খোলার পর দেখে নেবেন, চোখের পাতায় আঠা লেগে রয়েছে কি না। আঠা লেগে থাকলে তুলো দিয়ে আলতো করে পরিষ্কার করে নিতে হবে।

* প্রতিদিন মেকআপ করা বাধ্যতামূলক হলে কোনো নামী ও ভালো সংস্থার ক্লিনজ়ার ব্যবহার করে ভাল করে চোখ, চোখের পাতা মুছে ফেলতে হবে

* দোকানে যেসব আইল্যাশ এক্সটেনশন রিমুভার পাওয়া যায়, তাতেও থাকে রাসায়নিক, যা কর্নিয়ার ক্ষতি করে দিতে পারে। এক্ষেত্রে প্রাকৃতিক কোনো রিমুভর ব্যবহার করাই ভালো।

* আইল্যাশ এক্সটেনশন ব্যবহারের সময় হাত অপরিষ্কার থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। সেদিকে খেয়াল রাখুন। সংক্রমণের লক্ষণ ফুটে উঠতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নতুন বছরে নতুন ট্রেন্ড, ওয়েস্টার্ন ছেড়ে স্যুটে দেখান সোয়াগ
শীতে রুক্ষ ত্বক থেকে বাঁচতে তেলই ভরসা, তাহলে স্নানের আগে বা পরে কখন মাখবেন জানুন