Matte or Mousse? আপনার ত্বকে কোন ফাউন্ডেশন মানাবে বেশি , রইল টিপস

Published : Jul 25, 2025, 07:12 PM IST
skin care

সংক্ষিপ্ত

সঠিক ফাউন্ডেশন আপনার মেকআপ আরও সুন্দর করে ফুটিয়ে তোলে, আবার মানানসই না হলে মেকআপ নিখুঁত হবে না, দেখতে বাজে লাগবে। তাই ফাউন্ডেশন কেনার আগে নিজের ত্বক বুজেগে নিন। জানুন কোনটি কিনবেন - ম্যাট ফাউন্ডেশন এবং ম্যুজ়?

ত্বকের জন্য সঠিক ফাউন্ডেশন বেছে নেওয়া সহজ নয়, ত্বকের সুস্থতা ও মানানসই মেকআপের ওপরও নির্ভর করে। বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন উপলব্ধ থাকলেও, ম্যাট (matte) এবং ম্যুজ় (mousse) ফাউন্ডেশন নিয়ে বিভ্রান্তি সবচেয়ে বেশি। তাই কোনটা কিনবেন বাছতে হলে আগে জানতে হবে এই দুই ফাউন্ডেশনের খুঁটিনাটি।

এই প্রতিবেদনে তুলে ধরা হলো—ম্যাট ও ম্যুজ় ফাউন্ডেশনের পার্থক্য, উপযোগিতা ও বেছে নেওয়ার সঠিক উপায়।

১। ম্যাট ফাউন্ডেশন

ম্যাট ফাউন্ডেশনে মূলত ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে এটি সাহায্য করে, মেকআপেক চকচকে ভাব থাকে না। ফাউন্ডেশনটির ‘কভারেজ’-ও খুব ভাল। ফলে, বিয়েবাড়ি বা পার্টি মেকআপের জন্যও এটি আদর্শ। এটি মুখের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে দীর্ঘক্ষণ মসৃণ ও নিখুঁত রাখে। সুবিধা

* ত্বকের তৈলাক্ততা নিয়ন্ত্রণ করে। ফলে মেকআপ ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে না।

* ঘাম হলেও গলে যায় না, ফলে এর স্থায়িত্ব বেশি।

* উচ্চ পিগমেন্টেড হওয়ায়, কালচে ছোপ, ব্রণের দাগ, ত্বকের খুঁত ভাল ভাবে ঢেকে দেয়।

* গরমের দিনে ফোটোশুট, বিয়েবাড়ি বা অনুষ্ঠানে ব্যবহারের জন্য একেবারে আদর্শ।

কাদের জন্য ভাল?

মুখে ব্রণ থাকলে, ত্বক বেশি তৈলাক্ত হলে এবং অতিরিক্ত চকচকে ভাব মুখে না আনতে চাইলে ম্যাট ফিনিশ ফাউন্ডেশন ব্যবহার করা যায়।

২। ম্যুজ়

গত কয়েক বছরে লিকুইড ফাউন্ডেশন, ম্যাট ফাউন্ডেশনের পাশাপাশি ম্যুজ়ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভীষণ হালকা ক্রিমের মতো ম্যুজ় ফাউন্ডেশন খুব সহজেই ত্বকের সঙ্গে মিশে যায় এবং একেবারে স্বাভাবিক একটি ফিনিশ দেয়, ‘no makeup look’ যাকে বলে।

সুবিধা

* খুব হালকা মেকআপ, কিন্তু কভারেজ ভালই।

* ব্যবহার করা সুবিধাজনক। সহজে ত্বকের সঙ্গে মিশে যায়।

* মুখ করে তোলে সুন্দর, চকচকে। কিন্তু এক বারও মনে হয় না কৃত্রিমতার পরত রয়েছে। ‘নো মেকআপ লুক’ আনার জন্য ম্যুজ় আদর্শ।

* ঘন ফাউন্ডশেন একটু বেশি হয়ে গেলে সেই পরত দেখতে বিশ্রী লাগে। মুখের উপর বলিরেখাও ফুটে ওঠে ঠিকমতো ব্লেন্ড করতে হয়। কিন্তু ম্যুজ়ের ক্ষেত্রে মেকআপ করার সময় এই ভয়গুলো থাকেনা।

কাদের জন্য ভাল?

শুষ্ক থেকে তৈলাক্ত, যে কোনও ত্বকেই এটি মাখা যায়, তবে দিনের বেলায় ব্যাবহার করা বেশি ভালো। বিশেষত হালকা মেকআপ যাদের পছন্দ, তাদের জন্য ম্যুজ় সঠিক।

ম্যাট ফাউন্ডেশন বনাম ম্যুজ়

ম্যাট ফাউন্ডেশন একটু ঘন ক্রিমের মতো টেক্সচার, মসৃণ নিখুঁত লুক দেয় ত্বকের।

অন্যদিকে, ম্যুজ় ভীষণ হালকা, একেবারেই চটচটে নয়। কোনো ক্যাজুয়াল আউটিং-এ মেখে বেরোলে বোঝাই যাবে বা যে কিছু ব্যবহার করা হয়েছে, শুধু হালকা চটক খেলে যায় মুখে।

তবে কোনটি বাছবেন?

কোন অনুষ্ঠান, কখন অনুষ্ঠান এবং কতটা কভারেজ চাইছেন, ত্বকের ধরণ - এইসব বুঝে তবেই বাছতে হবে যে ম্যুজ় নেবেন না ম্যাট ফাউন্ডেশন। যেমন ধরুন, শুষ্ক ত্বক হলে ম্যাট ফাউন্ডেশন কিনবেন না, আবার তৈলক্ত ত্বকের ক্ষেত্রে তেল নিয়ন্ত্রণ করবে এমন ফাউন্ডেশন কিনতে হবে।

এছাড়াও প্যাচ টেস্ট করে নেবেন কেনার আগে। চোয়ালের কাছে ত্বকে ভাল করে লাগিয়ে দেখুন, কোনটি মানানসই হচ্ছে এবং মাখার পর জেল্লা কেমন দিচ্ছে তার ওপর ভিত্তি করে কিনুন ফাউন্ডেশন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন
২০২৫-এ ফ্যাশনে নতুন ট্রেন্ড! মহিলাদের জন্য সেরা সালোয়ার স্যুট