
Hair Care Tips: ছোটবেলায় বছরের পর বছর ধরে মা-ঠাকুমারা আমাদের মাথায় তেল মাখিয়ে দিয়েছেন, তাতেই বেশ গোছ ছিল চুলের। সময়ের অভাব বা তেলতেলে মাথা দেখতে ভালো লাগবে না বলে সেই পাট চুকিয়েছেন অনেকেই। আধুনিক চুলের যত্নে এখন শ্যাম্পু, কন্ডিশনার, সিরামেই ভরসা সকলের। তেল মেখে রাস্তায় বেরোলে নাকি ‘ব্যাকডেটেড’ লাগে। কিন্তু প্রশ্ন হল, তেল ছাড়া কি সত্যিই চুল ভাল থাকে?
বিজ্ঞান বলছে, চুলে তেল মাখা বন্ধ করে দিলে মাথার ত্বক ও চুলে ক্ষতিকর প্রভাব পড়তে পারে, যা সময়ের সঙ্গে আরও বাড়বে বৈ কমবে না।
ধরুন টানা এক সপ্তাহ মাথায় তেল না মেখে রইলেন, কী হতে পারে চুলে জানেন?
১। স্ক্যাল্প ও চুল হবে শুষ্ক
চুল দ্রুত আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যাবে। ফলে চুলের আগা এবং গোড়া ভাঙতে শুরু করবে। তেলের স্তর প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে, যার ফলে চুলের স্বাস্থ্য ভাল থাকে, কিউটিকলকে মসৃণ করতে সাহায্য করে। আর তেলের অভাবে ঔজ্জ্বল্য হারায় চুল।
২। অপুষ্টিতে ঝরে যাবে চুল
ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং খনিজ পদার্থের মতো পুষ্টির জোগান দিতে পারে তেল। এই উপাদানগুলি ছাড়া ধীরে ধীরে চুল দুর্বল হয়ে যেতে থাকে। ফলে চুল পাতলা হয়ে যাওয়া এবং ভাঙন ধরার মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি তেলের অভাবে চুলের বৃদ্ধিও কমে যায়। মাথার ত্বকে রোগ দেখা দিতে পারে।
৩। জট পড়ার সমস্যা বাড়ে
তেল মাখা চুলে জট পড়ার সমস্যা কম থাকে। কারণ কিউটিকল মসৃণ থাকে। তেলের ঘাটতিতে চুলে জট পড়তে পারে, আর জট ছাড়াতে গিয়ে চুল ঝরতে পারে অনেক বেশি পরিমাণে।
৪। চুলের প্রাকৃতিক সুরক্ষা বলয় নষ্ট
পরিবেশগত সমস্যা, যেমন ক্ষতিকারক অতিবেগনি রশ্মি, আবহাওয়ার খামখেয়ালিপনা, এবং দূষণ ইত্যাদি থেকে তেলের স্তর মাথার ত্বক আর চুলকে রক্ষা করতে পারে। তেল বাদ দিলে এগুলি অনেক সহজে চুলের সংস্পর্শে আসে আর চুলের ক্ষতি করে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।