ভেজা চুলে স্ট্রেটনার নয়! সতর্ক করছেন বলিউড কেশসজ্জাশিল্পী, জানুন এক ক্লিকে

Published : Aug 20, 2025, 01:43 PM IST
hair tips in summer

সংক্ষিপ্ত

Hair Style Tips: চুল কোঁকড়ানো হোক বা ঢেউ খেলানো, সোজা পাটপাট করা সাজানো চুলের ট্রেন্ডে গা ভাসাতে এটাই এখন মানুষের সাধারণ অভ্যাস। কিন্তু জনপ্রিয় কেশসজ্জাশিল্পী সতর্ক করছেন ভেজা চুলে স্ট্রেটনার ব্যবহারে, কিন্তু কেন?

Hair Style Tips: কোথাও বেরোলেই চুল স্ট্রেট করে নিতে হয় অল্প স্বল্প। সময়ের অভাব হোক বা কাজের সুবিধায় স্নান সেরে এসে ভেজা চুলই স্ট্রেট করতে বসেন অনেকে। চুল কোঁকড়ানো হোক বা ঢেউ খেলানো, সোজা পাটপাট করা সাজানো চুলের ট্রেন্ডে গা ভাসাতে এটাই এখন মানুষের সাধারণ অভ্যাস।

কিন্তু সম্প্রতি এ বিষয়েই মুখ খুললেন বলিউড তারকাদের কেশশজ্জাশিল্পী অমিত ঠাকুর। আলিয়া ভট্ট, ক্যাট্রিনা কইফ, কিয়ারা আডবাণীর মতো সুন্দরী নায়িকাদের সাজিয়ে তুলেছেন তিনি। এবার জনস্বার্থে চুল নিয়ে সতর্ক করেছেন তিনি। রোজ ভেজা চুল স্ট্রেট করলে অতিরিক্ত তাপ সহ্য করতে হয় চুলকে। এই অভ্যাস যে চুলের জন্য কতখানি ক্ষতিকারক, তা অনেকেই জানেন না।

স্টাইলিস্ট অমিত ঠাকুর এবিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সম্প্রতি একটি ভিডিয়োতে তাঁর বিশেষ সতর্কবার্তা— ভেজা বা সামান্য আর্দ্র চুলে স্ট্রেটনার ব্যবহার করলে মারাত্মক ক্ষতি হতে পারে, যা ক্ষণস্থায়ী নয়।

অমিত ঠাকুর জানাচ্ছেন, ভেজা চুলের ওপরে স্ট্রেটনার মেশিন চালালে গরমে চুলের ভেতরে থাকা জল বাষ্পে পরিণত হয়। এই বাষ্প বের হতে না পেরে চুলের কাষ্ঠে ছোটো ছোটো গর্ত তৈরী করে ‘বাবল হেয়ার এফেক্ট’ তৈরী করে।

‘বাবল হেয়ার এফেক্ট’ কী?

‘বাবল হেয়ার এফেক্ট’ হলো চুলের এমন একটি অবস্থা যেখানে চুলের কাষ্ঠে ছোটো ছোটো গর্ত তৈরী হয়ে ফাঁপা বুদবুদ তৈরী হয়। এর ফলে চুলের প্রোটিন কাঠামো ভেঙে পড়ে, চুল দুর্বল হয়ে পড়ে, সহজে ভেঙে যেতে পারে এবং সময়ের সঙ্গে তা মেরামত করাও কঠিন হয়ে ওঠে।

বিশেষজ্ঞদের পরামর্শ কী?

কেশসজ্জাশিল্পীরা পরামর্শ দেন, চুলে যেকোনো ধরনের স্ট্রেটনার বা কার্লিং আয়রন ব্যবহার করার আগে চুল সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে।

স্ট্রেটনার বা কার্লারের তাপ থেকে চুলকে সুরক্ষা দেওয়ার জন্য হিট প্রোটেকশন ব্যবহার করতে হবে, হিট প্রোটেকশন স্প্রে বা সিরাম ব্যবহার করুন

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নতুন বছরে নতুন ট্রেন্ড, ওয়েস্টার্ন ছেড়ে স্যুটে দেখান সোয়াগ
শীতে রুক্ষ ত্বক থেকে বাঁচতে তেলই ভরসা, তাহলে স্নানের আগে বা পরে কখন মাখবেন জানুন