
Durga Puja Fashion: দুর্গাপুজো শুরু হতে আর এক সপ্তাহ বাকি। বাংলাজুড়ে এখন উৎসবের আমেজ। দুর্গাপুজো মানেই জমিয়ে সাজগোজ, প্যান্ডেলে ঘোরা, খাওয়া, জমাটি আড্ডার মেজাজ চারদিকে। ঘরে হোক কিংবা বাইরে, পুজোর সময়ে সকলের মাঝে মধ্যমণি হয়ে উঠতে কে না চান? তাই তো সারা বছর যতই সময়ের অভাব থাকুক, পুজোর আগে চাই স্পেশাল কেয়ার। সেটা ত্বক হোক বা চুলের। কারও চিন্তা, অল্প দিনে ঝরাতে হবে মেদ, তো কেউ আবার চটজলদি ফিরে পেতে চান ত্বক ও চুলের জেল্লা। এর জন্য খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই। সামান্য কয়েকটি নিয়ম মানলেই এবারের পুজোয় তাক লাগাতে পারবেন আপনিও। ঘন কালো চুল সকলেরই স্বপ্ন। বর্তমানে দূষণ, ধুলোবালি, ঘাম সহ আধুনিক ব্যস্ততার জীবনযাপনে চুল নিয়ে সমস্যার শেষ নেই আট থেকে আশির। সারা বছর কোনওমতে বেঁধে বাইরে বেরিয়ে গেলেও পুজোর সময় পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল না করলেই যেন মন মানে না। তাহলে জেনে নিন রুক্ষ চুলের সমস্যা থেকে কী করে রক্ষা পাবেন।
২ চামচ অ্যালো ভেরা জেল, ১ চামচ চাল ভেজানো জল, ৪-৫ ফোঁটা রোজমেরি অয়েল, ১ চামচ গ্লিসারিন নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভাল করে মিশিয়ে একটি পরিষ্কার কাচের শিশিতে রেখে দিন। শ্যাম্পু করা চুল শুকিয়ে যাওয়ার পর ড্রপারের সাহায্য মাথার ত্বকে কয়েক ফোঁটা দিয়ে মৃদু চাপ দিয়ে তা মালিশ করতে হবে। চুলের উপর যেন সিরামের পরত লেগে থাকে।
চুল নরম ও সুন্দর করতে কাজে আসে অ্যাপ্ল সাইডার ভিনিগার। এতে রয়েছে, ভিটামিন বি, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি। প্রাণহীন চুলে জেল্লা ফেরানোর জন্য ভিনিগার দারুণ কাজ দেয়। শ্যাম্পুর মতো হাতে সামান্য অ্যাপ্ল সাইডার ভিনিগার নিয়ে মাথায় মেখে নিন। চাইলে এর সঙ্গে কয়েক ফোঁটা রোজ়মেরি এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। নিয়মিত ব্যবহারে চুল হবে চকচকে।
প্রথমে গ্রিন টি বানিয়ে নিন। এক কাপ মতো চা বানিয়ে ঠান্ডা হতে দিন। এ বার তাতে ২ চা-চামচ অ্যালো ভেরা জেল ও ১ চামচ মধু মিশিয়ে ভালো করে নাড়ুন। মিশ্রণ সুন্দর জেলের মতো হবে। শ্যাম্পু করার পরে চুল শুকনো করে মুছে নিয়ে এই সিরাম মাখতে পারেন। এতে চুল রুক্ষ হবে না। চুল পড়াও বন্ধ হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।