দই দিয়েই সারুন পুজোর আগে ত্বকের যত্ন, কীভাবে ব্যবহার করবেন? জানুন এক ঝলকে

Published : Sep 17, 2025, 03:53 PM IST
avoid eating these 5 foods with curd it can cause gut problems

সংক্ষিপ্ত

Skin Care Tips: নিত্যদিন দূষণের ফলে আমাদের ত্বকে অনেক ক্ষতি হয়। সেই ক্ষতি থেকে বাঁচতে আমরা ঘরোয়া কিছু পদ্ধতি মেনে চলতে পারি। টক দই আমাদের ত্বকের জন্য অনেক উপকারি।  আসুন তাহলে জেনে নিই কিভাবে সেটি ব্যবহার করবেন। জানুন বিশদে…

Skin Care Tips With Curds: উরসবের মরশুম আসন্ন। আর পুজো মানেই ঘোরাফেরা খাওয়া-দাওয়া। সঙ্গে অবশ্যই করে ত্বকের পরিচর্যা অতি গুরুত্বপূর্ণ। কারণ, পুজোর এই কটা দিন সাজগোদ করতে গিয়ে আমাদের ত্বকে প্রচুর মেকআপ ব্যবহার করে থাকি। যার ফলে আমাদের ত্বকের ওপর অনেকটাই চাপ পড়ে। এছাড়া দূষণ আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে অনেকেই ত্বকের নানা সমস্যায় তো ভোগেনই।

 অনেক রকম নামিদামি প্রোডাক্ট বাজারে আছে। না বুঝেই ত্বকের ভালোর জন্য আমরা সেগুলোই কিনে ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় আমাদের সেগুলোতে কোনও রকম লাভ হয় না। অনেক টাকা পয়সা খরচা করি আমরা ত্বকের যত্নের জন্য। কিন্তু সমস্যাটা আমাদের কমার থেকে সমস্যা একই রকম থেকে যায়

ত্বকের যত্নে কী ব্যবহার করবেন?

পুজোর সময়ে বাজারে অজস্র কসমেটিকস্ প্রোডাক্ট থাকলেও অনেকেই ভরসা করছেন প্রাকৃতিক উপাদানের উপর। তার মধ্যেই সবচেয়ে সহজলভ্য উপাদান হল দই। চিকিৎসক ও স্কিন এক্সপার্টদের মতে, দই শুধু শরীরের ভিতরের স্বাস্থ্যের জন্য নয়, ত্বকের যত্নেও অত্যন্ত কার্যকরি একটি উপাদান।

রূপচর্চায় দইয়ের উপকারিতা জানুন:- 

১. ট্যানিং দূর করে:- 

সপ্তাহে নিয়মিত দই ব্যবহার করলে রোদে পোড়া দাগ অনেকটাই কমে যায়। ত্বক ফিরে পায় উজ্জ্বলতা ও মসৃণতা।

২. দাগ হ্রাস করে:- 

মুখের কালো দাগ বা পিগমেন্টেশনের সমস্যায় দই কার্যকর। নিয়মিত ব্যবহার করলে দাগ হালকা হয় এবং মুখ অনেকটা পরিষ্কার দেখায়।

৩. প্রাকৃতিক ভাবে উজ্জ্বলতা আনে:-

রাসায়নিক ছাড়াই দইয়ের মাধ্যমে মুখে আসে ন্যাচারাল গ্লো। মাত্র এক সপ্তাহ ব্যবহার করলে ত্বক নরম ও ফ্রেশ দেখাবে।

৪. ব্রণের সমস্যা কমায়:- 

দইয়ের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ব্রণ কমাতে সাহায্য করে। এটি ত্বকের গভীরে প্রবেশ করে অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করে, ফলে নতুন ব্রণ হওয়ার প্রবণতাও কমে। তাহলে আর দেরী কেন? পুজোর আর হাতে গোনা কয়েক দিনের অপেক্ষা। এখন থেকেই বাড়িতে বসে শুরু করুন টকদই দিয়ে রুপচর্চা। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন
২০২৫-এ ফ্যাশনে নতুন ট্রেন্ড! মহিলাদের জন্য সেরা সালোয়ার স্যুট