
Makeup Removal Tips: কাজের সূত্রেই হোক বা নিজের পছন্দে, অধিকাংশ মেয়েদেরই প্রায় রোজ মেকআপ করতে হয়। কিন্তু সমস্যাটা হলো, যতটা মনোযোগ দিয়ে আমরা মেকআপ করি, ততটা যত্ন অনেকেই রাখি না মেকআপ তোলার সময়ে। অনুষ্ঠান বা কাজ থেকে ফিরে ক্লান্তিতে আর ধৈর্য থাকে না যত সহকারে নিয়ম মেনে মেকআপ তোলার। রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, মেকআপ তোলার ক্ষেত্রে কিছু সাধারণ ভুলের কারণে অল্প বয়সেই ত্বকে বার্ধক্যের ছাপ দেখা দিতে পারে। নিয়ম না মেনে মেকআপ তুললে ত্বক হয়ে পড়ে নিস্তেজ, রুক্ষ এবং বলিরেখাময়।
ত্বকের অকাল বার্ধক্যের পেছনে দায়ী যে ভুলগুলো-
১। চোখের মেকআপের জন্য ভুল রিমুভার ব্যবহার
চোখের ত্বক অত্যন্ত সংবেদনশীল। চোখের মেকআপ তুলতে আলাদা রিমুভার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই মুখের অন্যান্য অংশের মতো চোখের মেকআপও একই পণ্য দিয়ে তোলেন, যা ত্বকের ক্ষতি করে। দীর্ঘমেয়াদি এই অভ্যাসে চোখের চারপাশে বলিরেখা দেখা দিতে পারে।
২। অতিরিক্ত ভেজা ওয়াইপস ব্যবহার
অনেকে কাজ থেকে ফিরে ক্লান্ত হয়ে ভিজে ওয়াইপস দিয়েই মুখ মুছে ফেলেন। যদিও এতে কিছুটা মেকআপ উঠে যায়, তবে মুখ পুরোপুরি পরিষ্কার হয় না। অতিরিক্ত ওয়াইপস ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যায় ও র্যাশ হতে পারে।
৩। ফেসওয়াশ দিয়ে অতিরিক্ত ঘষাঘষি
মুখের ত্বক শরীরের তুলনায় অনেক বেশি নরম ও স্পর্শকাতর। ফেসওয়াশ করার সময় যদি বেশি চাপ দিয়ে ঘষা হয়, তাহলে ত্বক ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রুত বার্ধক্যের ছাপ পড়ে।
৪। গরম জল ব্যবহার
গরম জল দিয়ে মুখ ধোয়া অনেকের অভ্যাস। কিন্তু এতে ত্বকের প্রাকৃতিক তেল উঠে গিয়ে তা হয়ে পড়ে অতিরিক্ত শুষ্ক। নিয়মিত গরম জল ব্যবহার করলে মুখে বলিরেখা দেখা দিতে পারে।
৫। চোয়াল ও গলার দিকে অবহেলা নয়
অনেকেই মেকআপ করেন চোয়াল ও গলার দিকেও, কিন্তু তোলার সময় এই অংশগুলো উপেক্ষিত থাকে। সেখানে জমে থাকা প্রসাধনী ত্বকের ছিদ্র বন্ধ করে দেয় এবং বার্ধক্যের চিহ্ন স্পষ্ট করে তোলে।
সঠিক উপায়ে মেকআপ তোলার পদ্ধতি
মেকআপ তুলতে ‘ডবল ক্লিনজ়িং’ পদ্ধতি অনুসরণ কড়াই ভালো। তার জন্যে প্রথম ত্বকে অয়েল বেসড ক্লিনজ়ার বা নারকেল তেল ভালো করে মুখে মেখে নিতে হবে। এরপর ভিজে ওয়াইপস দিয়ে মুখ মুছে ফেলুন। এবার মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন, মেকআপ উঠে যাবে। ফেসওয়াশ ব্যবহারের পরে ত্বক শুষ্ক হয়, তাই ময়শ্চারাইজ় করতে ভাল মানের ময়শ্চারাইজ়ার ব্যবহার করুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।