একটানা চুল পড়া থেকে মাথা ভর্তি খুশকি—সব সমস্যার একটাই সমাধান! টক দইয়ের ব্যবহার জেনে নিন

Published : Jul 11, 2025, 08:48 PM IST
Curd Hair Mask

সংক্ষিপ্ত

আর পার্লারের ব্যয়বহুল ট্রিটমেন্ট নয়, চুলের যত্নে ভরসা রাখুন ঘরোয়া ও প্রাকৃতিক উপাদানের ওপর। মাত্র ১০ টাকার টক দই, সব সমস্যার মুশকিল আসান করবে।

দূষণ, স্ট্রেস, অনিয়মিত ডায়েট এবং রাসায়নিক পণ্যের অতিরিক্ত ব্যবহারে বারো মাসেই চুলের সমস্যার যেন শেষ নেই। খুশকি, রুক্ষতা, চুল পড়া—এই সব সমস্যা আজকাল প্রায় ঘরে ঘরে দেখা যায়। পার্লারের ব্যয়বহুল ট্রিটমেন্ট, নানা হেয়ার সিরাম বা মাস্ক দিয়েও অনেক সময় সমস্যার সুরাহা হয় না। তবে এবার একটু ঘরোয়া সমাধানে ভীরসা করে দেখতে পারেন। সস্তা, সহজ ও ঘরোয়া সমাধান রয়েছে—টক দই। এতে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান চুল ও স্ক্যাল্পের বহু সমস্যার সমাধান করতে পারে মাত্র ১০ টাকায়।

চুলের যত্নে টক দইয়ের পুষ্টিগুণ

* প্রোবায়োটিকস : মাথার ত্বকে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস নিয়ন্ত্রণ করে। * ল্যাকটিক অ্যাসিড : স্ক্যাল্প পরিষ্কার করে মৃত কোষ সরিয়ে দেয়। * ভিটামিন বি৫ ও ডি : চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে চুলের জেল্লা ফিরিয়ে আনে * দইয়ের প্রাকৃতিক ময়েশ্চারাইজার চুলের রুক্ষতা দূর করে মসৃণতা আনে।

চুলের যত্নে টক দইয়ের ব্যবহার

১। খুশকি দূর করতে টক দই মাস্ক

প্রয়োজনীয় উপকরণ

 * আধ কাপ টক দই

 * ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল 

* ১ টেবিল চামচ নারকেল তেল

পদ্ধতি : সব উপকরণ মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট রাখুন, তারপর শ্যাম্পু করুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে খুশকি অনেকটাই কমে যাবে।

২। চুলে স্পা-র মতো জেল্লা আনুন

প্রয়োজনীয় উপকরণ * আধ কাপ টক দই * ৫ ড্রপ টি ট্রি অয়েল * ৫ ড্রপ ল্যাভেন্ডার অয়েল

পদ্ধতি : ভালো করে মিশিয়ে মাথার ত্বক ও চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুলে মসৃণতা ও প্রাকৃতিক জেল্লা ফিরে আসবে।

৩। চুল পড়া রোধে দই-মেথি হেয়ার প্যাক

প্রয়োজনীয় উপকরণ * আধ কাপ টক দই * ২ টেবিল চামচ মেথি গুঁড়ো

পদ্ধতি : সব উপকরণ একসাথে মিশিয়ে চুলে মাখিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করুন চুল পড়া রোধে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মন কাড়বে এই ৭টি মিনিমাল সোনার আংটি, সাধারণ ডিজাইনে পাবেন রয়্যাল লুক
দামি ব্র্যান্ডের নেইলপলিশও নখে পরার পর তাড়াতাড়ি নষ্ট হচ্ছে? তাহলে করুন এই উপায়গুলি