শীতের মরশুমে ত্বকের নিন বিশেষ যত্ন। এই সময় ত্বকের যত্নে ব্যবহার করুন গ্লিসারিন সাবান। বাড়িতে বানিয়ে নিন গ্লিসারিন সাবান। গ্লিসারিন সাবান তৈরিতে প্রয়োজন কয়টি অপরিহার্য তেল। দরকার গোলাপ তেল, ল্যাভেন্ডার অয়েল, পেপারমিন্ট তেল। তেমনই দরকার সাবানের ছাঁচ। গোলাপ তেল, ল্যাভেন্ডার অয়েল, পেপারমিন্ট তেল ও গ্লিসারিন মিশিয়ে বানিয়ে নিন সাবান। সারা শীত জুড়ে তা ব্যবহার করুন।