শীতের মরশুমে ত্বকে যাবতীয় সমস্যা দূর করতে সকলেই নানান পদ্ধতি মেনে চলেন। কিন্তু, এই সবে যে তেমন উপকার হয় তা নয়। এবার শীতে ত্বকের যত্নে মেনে চলুন এই পাঁচ পদ্ধতি, সহজ এই উপায় ত্বক দেখাবে প্রাণোজ্জ্বল।
শীতের মরশুমে নিষ্প্রাণ ত্বকের সমস্যায় ভোগেন প্রায় সকলে। এই সময় রুক্ষ্ম ত্বক, বলিরেখা থেকে শুরু করে ত্বক দেখায় নিষ্প্রাণ। শীতের মরশুমে ত্বকে যাবতীয় সমস্যা দূর করতে সকলেই নানান পদ্ধতি মেনে চলেন। কিন্তু, এই সবে যে তেমন উপকার হয় তা নয়। এবার শীতে ত্বকের যত্নে মেনে চলুন এই পাঁচ পদ্ধতি, সহজ এই উপায় ত্বক দেখাবে প্রাণোজ্জ্বল। জেনে নিন কী কী করবেন।
ময়েশ্চরাইজিং ক্লিনজার ব্যবহার করুন। এই সময় উপযুক্ত ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করে প্রয়োজন। তা না হলে বাড়তে থাকে সমস্যা। শীতের মরশুমে ত্বকের যত্ন নিতে এমন ক্লিনজার বা ফেসওয়াশ বেছে নিন যাতে ক্রিম আছে। এতে ত্বকের রুক্ষ্ম ভাব কম দেখাবে।
স্ক্রাবিং করা খুবই প্রয়োজন। আমরা ক্লিনজার ব্যবহার করলেই শীতের সময় অনেকেই স্ক্রাবিং করেন না। এই সময় নিয়মিত ত্বকে স্ক্রাবিং করুন। ত্বকে মরা চামড়া না থাকলে ত্বকের সমস্যা দূর হবে। মেনে চলুন এই বিশেষ টিপস।
সানস্ক্রিন ব্যবহার করুন। এই উপায় ত্বক দেখাবে প্রাণোজ্জ্বল। শীতের মরশুমে নিয়মিত সানস্ক্রিন লাগান। এই কাজ আমরা অনেকেই করি না। যে কারণে ত্বক দেখায় রুক্ষ্ম ও নিষ্প্রাণ। সঙ্গে কালো প্যাচ পড়ে যায়। ত্বকের এমন সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে ও সঠির সানস্ক্রিন ব্যবহার করুন। শীতের সময় ক্রিম বেসড সানস্ক্রিন ব্যবহার করুন। তা না হলে বাড়তে থাকবে এই সমস্যা।
ফেসমাস্ক ব্যবহারে শীতের মরশুমে ত্বক থাকবে ভালো। ত্বক দেখাবে প্রাণোজ্জ্বল। দূর হবে যাবতীয় দাগ। কলা ও অলিভ অয়েল দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। প্যাক। প্রথমে একটি কলা ভালো করে চটকে নিন। এবার তার সঙ্গে মেশান অলিভ অয়েল। মিশ্রণটি মুখে লাগান। ভালো করে ম্যাসাজ করুন। তারপর ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। দূর হবে ত্বকের রুক্ষ্ম ভাব। শীতের জন্য বেশ উপযুক্ত কলা। ত্বকে জেল্লা আনতে কলা ব্যবহার করুন।
প্রতিদিন অবশ্যই হাইড্রেটিং সেরাম লাগান। এতে ত্বক থাকবে সুরক্ষিত। শীতের মরশুমে ত্বককে হাইড্রেট করতে ব্যবহার করুন ফেস সিরাম। তেমনই বলিরেখা দূর করতে ফেস সিরাম লাগাতে পারেন। সঙ্গে ত্বক ফর্সা করে ফেস সিরাম। এবার শীতে ত্বকের যত্নে মেনে চলুন এই চার পদ্ধতি, সহজ এই কয় উপায় ত্বক দেখাবে প্রাণোজ্জ্বল।
আরও পড়ুন-
এই ৪ উপায়ে জোয়ান খান, আপনিও পাবেন বলিউড সেলেবদের মতো জিরো ফিগার
স্ট্রেস কন্ট্রোল না করলেই বাড়বে বিপদের ঝুঁকি, শরীরে বাসা বাঁধবে কঠিন রোগগুলি
সকালে হাততালি দিয়ে দূর করতে পারেন শরীরের এই ৫ জটিল সমস্যা, দেখে নিন এর উপকারিতাগুলো