শীত পড়া মানে ত্বক নিয়ে নানান সমস্যা থেকে যায়। এই সময় শুষ্ক ত্বক, চুলকানি, ত্বক ফাটা, রুক্ষ্ম ভাবের মতো নানান সমস্যা লেগে থাকে। ত্বকের খসখসে ভাব দূর করতে সকলেই ময়েশ্চারাইজার মাখেন। তাতে সাময়িক স্বস্তি পেলেও পুরোপুরি সমস্যা সমাধান হয় না। এবার ত্বকের সমস্যা দূর করুন ঘরোয়া উপায়, স্নানের পর মাখতে পারেন এই উপাদান, ২৪ ঘন্টা ত্বক থাকবে নরম।
ওটস
ওটস প্রথমে মিহি করে বেটে নিন। তাতে মেযান পরিমাণ মতো জল। এবার দিন গোলাপ জল। এবার তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে ত্বকের মরা চামড়া দূর হবে। এতে মিলবে উপকার। রোজ ব্যবহারে মিলবে উপকার।
মধু
একটি পাত্রে মধু নিন। তাতে চাইলে সামান্য জল মেশান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধয়ে নিন। রোজ ব্যবহারে মিলবে উপকার। ত্বক পরিষ্কার করার পর এটি লাগাতে পারেন। মিলবে উপকার।
ঘি
ত্বকের সমস্যা দূর করতে ঘি ব্যবহার করুন। রুক্ষ্ম ত্বকে ঘি লাগান। ফাটা গোড়ালি, শুষ্ক ঠোঁট, খসখসে ত্বকে ঘি লাগান। এতে ত্বকের পুষ্টির জোগান হবে। সঙ্গে ত্বকের প্রদাহ কমবে।
নারকেল তেল
স্নানের আগে গায়ে মাখতে পারেন নারকেল তেল। এতে স্ট্রেচমার্কস দূর হবে। ত্বকের ইলাস্টিক বৃদ্ধি পাবে। রোজ ব্যবহারে মিলবে উপকার। আর ত্বকের ছোপ দূর হবে। মিলবে উপকার।
মেনে চলুন এই সকল বিশেষ টিপস। এতে ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে। প্রতিদিন ব্যবহারে মিলবে উপকার। ত্বক হবে নরম ও দূর হবে রুক্ষ্ম।