Holi 2024: রঙ খেলার আগে আর পরে কী করে নিজের ত্বকের যত্ন নেবেন? রইল একগুচ্ছ টিপস

দোল বা হোলির উৎসব কিন্তু দিনের বেলা হয়। এই সময়টা রোদের তাপও বেশি থাকে। আর সেই কারণে ত্বকের ক্ষতি আরও বেশি হতে পারে।

 

Saborni Mitra | Published : Mar 19, 2024 3:24 PM IST

আর মাত্র কয়েক দিন পরেই হোলি। রবিবার দোলপূর্ণিমা আর সোমবার হোলি। রঙের উৎসব। তাই মন চাক বা না চার রঙে মাখতেই হবে। কিন্তু রঙের কারণে ক্ষতি হতে পারে ত্বকের। তাই এখন থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন। তাতে রঙের ক্ষতিকারক কেমিক্যাল থেকে রক্ষা পাবে আপনার ত্বক।

দোল বা হোলির উৎসব কিন্তু দিনের বেলা হয়। এই সময়টা রোদের তাপও বেশি থাকে। আর সেই কারণে ত্বকের ক্ষতি আরও বেশি হতে পারে। দীর্ঘ সময় ত্বকের ওপর রোদ পড়া আর রঙের ক্ষতিকারক কেমিক্যালের কারণে ত্বকের সমস্যা তৈরি হয়। তাতে আবার অনেক সময় যোগ করা হয় জল। সাধারণ ভেষজ আবির দিয়েই রঙ খেলাই শ্রেয়। কিন্তু সকলে তাই খেলে না। তাই ত্বকের যত্নে বেশ কিছু ব্যবস্থা নেওয়া জরুরি। রঙ খেলার আগে আর রঙ খেলার পরে এই টিপসগুলি মেনে চললে ত্বক রক্ষা করতে পারবেন।

ত্বকের যত্নের টিপসগুলি হল-

দোল খেলার আগের টিপস-

Read more Articles on
Share this article
click me!