রুমালে জড়িয়ে ব্রণর জায়গায় বরফ চেপে ধরে রাখুন কিছু ক্ষণ, সরাসরি ত্বকে দেবেন না। বরফ প্রদাহ কমায়, রক্তনালিগুলিকে সঙ্কুচিত করে। ফলে ফোলাভাব ও ব্যথা কমে যায়। একটি পরিষ্কার কাপড়ে বা নরম কাপড়ে এক টুকরো বরফ জড়িয়ে সরাসরি ব্রণের উপর ৫-১০ মিনিটের জন্য রাখুন। প্রতি ঘণ্টায় এক বার করে করতে পারেন। সরাসরি ত্বকে বরফ লাগাবেন না, এতে ত্বকের ক্ষতি হতে পারে।