Burdwan News: জিআরপির সঙ্গে যুবকের বচসায় খোয়া গেল য়ুবকের আঙুল। ঘটনার খবরে চাঞ্চল্য রেল স্টেশন চত্বরে। কোথায় ঘটল এমন ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
বর্ধমান: স্টেশনে GRP-র সিভিকের সঙ্গে যুবকের বচসা! ঘটনায় বাদ গেলো যুবকের আঙুলের উপরের অংশ! ব্যাপক উত্তেজনা এলাকায়। পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার সমুদ্রগড় রেলস্টেশনে কর্তব্যরত জিআরপি-র সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে বচসার জেরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।
শনিবার স্টেশনে বসে ফোনে ভিডিও দেখছিলেন এক যুবক। সেই সময় দু’জন সিভিক ভলেন্টিয়ার আচমকাই এসে তাঁর হাত থেকে ফোনটি কেড়ে নেয় বলে অভিযোগ। এরপর যুবককে টানতে টানতে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধস্তাধস্তি শুরু হয়।
অভিযুক্তদের সঙ্গে ধস্তাধস্তির সময় যুবক প্রতিরোধ করতে গেলে তাঁর এক হাতে ভারী কিছু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাতেই তাঁর এক আঙুলের উপরাংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ওই যুবক। ঘটনার পরই সমুদ্রগড় স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালনা GRP ও নাদনঘাট থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তৎপরতার সঙ্গে নাদনঘাট থানার আইসি-র গাড়িতে করে আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে।
আহত যুবক অভিযোগ করে বলেন, ‘’আমি চুপচাপ বসে ফোনে ভিডিও দেখছিলাম। হঠাৎ দুই পুলিশকর্মী এসে ফোন কেড়ে নেয়। পরে কলার ধরে টানাটানি করে এক কোণে নিয়ে গিয়ে আঘাত করে।'' এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যদিও এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, বিশেষ অভিযান চালিয়ে নদীয়ার গাংনাপুর থানার পুলিশ ফের একজন বাংলাদেশিকে গ্রেফতার করল। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে ওই বাংলাদেশিকে গাংনাপুর থানা এলাকার পালপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সাইফুল ইসলাম। বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলায়।
পুলিশ সূত্রে খবর, ১০ মাস আগে ওই বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করে ভারতে। এবং উত্তর চব্বিশ পরগনা, নদীয়াতে দিনমজুরের কাজ করছিল। শুক্রবার গাংনাপুর থানা এলাকায় এসে কাজের সন্ধান করতে থাকে। এর পরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাংলাদেশি ব্যক্তিকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে। তার কোনও সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে আদালতে পাঠায় গাংনাপুর থানার পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


