অভিনেত্রী কিয়ারা আডবাণীর মতো মুখের জেল্লা আনতে চান? রইল ঘরোয়া রূপটানে জেল্লা ফেরানোর উপায়

Published : Oct 01, 2025, 12:45 PM IST
Kiara Advani Affairs

সংক্ষিপ্ত

অভিনেত্রী কিয়ারা আডভাণীর মতো মুখের জেলা এবং ত্বকের যত্ন নিতে হলে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করুন

ছিপছিপে চেহারা, ঝকঝকে ত্বক, উজ্জ্বল উপস্থিতি, অভিনেত্রী কিয়ারা আডবাণীর ক্ষেত্রে এই তিন বিষয় অতিরঞ্জিত নয় একেবারেই। পুজোয় ত্বকে জেল্লা আনতে অভিনেত্রী কিয়ারা আডবাণী নিজের বাড়িতেই ঘরোয়া উপকরণ দিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করেন, যা স্যালনের খরচ বাঁচায়। তিনি মূলত চন্দন গুঁড়ো, কফি এবং মধু মিশিয়ে একটি স্ক্রাবার তৈরি করেন। এছাড়াও, বেসন, হলুদ ও দই মিশিয়ে প্যাক তৈরি করা যেতে পারে, যা ত্বকের জেল্লা বাড়াতে ও দাগছোপ দূর করতে সাহায্য করে।

বলিপাড়ার সুন্দরী নায়িকাদের ভিড়েও আলাদা করে নজর কাড়ে কিয়ারার সৌন্দর্য। সদ্য মা হয়েছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কিয়ারার মুখের জেল্লা নজর কেড়েছিল অনুরাগীদের। কিয়ারা ত্বকের যত্ন নেন বরাবরই। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রসাধনী নয়, বরং ঘরোয়া টোটকাতেই ভরসা রাখেন তিনি। নিজেদের রূপচর্চা নিয়ে বিশেষ অকপট হতে দেখা যায় না কোনও অভিনেত্রীকেই। কিয়ারা সে ক্ষেত্রেও ব্যতিক্রম। বিভিন্ন সাক্ষাৎকারে মাঝেমাঝেই নিজের রূপচর্চা নিয়ে কথা বলেন। তেমনই এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন, তাঁর চকচকে, টানটান ত্বকের রহস্য। ঘরে তৈরি বিভিন্ন ফেসপ্যাক দিয়েই ত্বকের যত্ন নেন তিনি। তাহলে কী ভাবে বানাবেন সেই সব ফেসপ্যাক?

* কিয়ারার ঘরোয়া ফেসপ্যাক উপকরণ:

১) চন্দন গুঁড়ো, কফি এবং মধু পদ্ধতি: এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে একটি স্ক্রাবার তৈরি করে ব্যবহার করা হয়।

২) বেসন, হলুদ ও দইয়ের প্যাক তৈরি করুন : বেসন, হলুদ এবং দই মিশিয়ে একটি প্যাক তৈরি করে মুখে মাখলে ত্বকের জেল্লা বাড়ে ও দাগছোপ দূর হয়।

৩) পেঁপের মাস্ক: ট্যান তোলার জন্য পেঁপে ব্যবহার করা যায়, কারণ এর মধ্যে থাকা প্যাপাইন উৎসেচক মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে। 

৪) ওটস ও দই: ওটস এবং দই মিশিয়ে একটি ফেস মাস্ক তৈরি করা যেতে পারে, যা ত্বককে মসৃণ ও উজ্জ্বল করতে সাহায্য করে।

* কীভাবে ব্যবহার করবেন:

এই ফেসপ্যাকগুলো সপ্তাহে একবার বা দুবার ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে পুজোর আগেই ত্বকের জেল্লা অনেক বেড়ে যাবে, এতে আপনার অনেক টাকা বাঁচবে এবং পার্লারে যাওয়ার ঝামেলা থেকেও মুক্তি পাবেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি