Beauty Tips: বৃষ্টির দিনে ঘাম বা জলেও নষ্ট হবে না সাজ, রইলো দুর্দান্ত টিপস

Published : Jul 01, 2025, 10:14 PM IST
winter makeup tips

সংক্ষিপ্ত

বর্ষাকাল মেকআপ করা খুব চ্যালেঞ্জিং। আর্দ্রতা, ঘাম ও বৃষ্টির ছাঁটে মেকাপ ঘেটে যেতে শুরু করে বলে অভিযোগ মহিলাদের। এই প্রতিবেদনে রইলো এমন কিছু টিপস যা আপনার মেকআপকে দীর্ঘমেয়াদি করে তুলবে।

বর্ষাকাল মানেই এক দিকে বৃষ্টিতে ভিজতে চাওয়ার ইচ্ছে, অন্য দিকে মেকআপ গলে পড়ার যন্ত্রণা! অনেক মহিলারই অভিযোগ — বাড়ি থেকে বেরনোর পর কিছুক্ষণের মধ্যেই ঘাম ও বর্ষায় আর্দ্রতার কারণে মেকআপ নষ্ট হয়ে যায়, মুখে তৈলাক্ত ভাব আসে, কাজল গলে পড়ে, আর ঠোঁটের লিপস্টিক অর্ধেক উঠে যায়।

তাই বলে সাজগোজ করা ছেড়ে দেবেন কি? একেবারেই নয়। রূপটান শিল্পীদের মতে, মেকআপের ক্ষেত্রে এই কাজগুলি করলে মিটবে সমস্যা। জেনে নিন বৃষ্টিভেজা দিনে কীভাবে সাজাবেন নিজেকে।

বর্ষায় মেকআপ টিকিয়ে রাখার কার্যকর টিপস।

১। হালকা ও ন্যাচারাল মেকআপ

খুব ভারী মেকআপ বর্ষায় টেকে না। দিনের বেলায় হালকা এবং প্রাকৃতিক লুক তৈরী করতেই বেশি নজর দিন।

২। অয়েল-ফ্রি মেকআপ সামগ্রী ব্যবহার করুন

তৈলাক্ততা কমলে ঘামের সমস্যাও কমবে। ম্যাট ফিনিশযুক্ত ফাউন্ডেশন বা বিবি ক্রিম বেছে নিন।

৩। সানস্ক্রিন বেসড ক্রিম

বর্ষাতেও UV রশ্মি ত্বকে ক্ষতি করে। তাই SPF যুক্ত হালকা ময়শ্চারাইজার ব্যবহার করুন।

৪। ওয়াটারপ্রুফ প্রাইমার ব্যবহার করুন

মেকআপের ভিত্তি তৈরি হয় প্রাইমারের মাধ্যমে। ওয়াটারপ্রুফ ও লং-লাস্টিং প্রাইমার ব্যবহার করলে সাজ অনেকক্ষণ টেকে।

৫। T zone -এ ফেস পাউডার

নাক, কপাল, থুতনি ও গলায় ফেস পাউডার ব্যবহার করলে তেলতেলে ভাব কমে, মেকআপ সেট হয়ে থাকে।

৬। ক্রিম বেসড ব্লাশ ব্যবহার করুন

পাউডার ব্লাশ সহজে ঘেমে গলে যায়। বর্ষায় ক্রিম বেসড ব্লাশ ব্যবহার করলে মেকআপে লং লাস্টিং গ্লো আসে।

৭। চোখের সাজে ওয়াটারপ্রুফ প্রোডাক্ট

আইলাইনার, কাজল, মাসকারা সবই হোক ওয়াটারপ্রুফ। তাহলে বৃষ্টির ছাঁট বা ঘামেও চোখের সাজ ঘেটে নষ্ট হবে না।

৮। স্মাজপ্রুফ লিপস্টিক সঙ্গে রাখুন

অর্ধেক উঠে যাওয়া লিপস্টিক বর্ষার দিনে সাজের সবচেয়ে বড় অসম্পূর্ণতা। স্মাজপ্রুফ ও ট্রান্সফার-প্রুফ লিপস্টিক বেছে নিন, সঙ্গে রাখুন বাইরে বেড়োলে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি
রাতে মুখ খসখসে হলে সকালে ত্বক নরম করতে এইগুলি করুন, জানুন এক ঝলকে