একটাও ব্রণ আর থাকবে না! দাগ-ছোপও মুছে যাবে চিরতরে, জেনে নিন এই মহৌষধির নাম
বেসন শুধু খাবারেই নয়, ত্বকের যত্নেও ব্যবহার করা হয়। বেসন মুখে ঠিকমতো লাগালে ত্বকে জমে থাকা ময়লা দূর হয়।
ত্বকের এক্সফোলিয়েট করে মৃত চামড়া কোষ দূর করে, ত্বকে দেখা ব্রণ ও ট্যান কমায় এবং ত্বকের উন্নতিতে সহায়ক।
জেনে নিন কী কী উপায়ে বেসন মুখে লাগানো যেতে পারে এবং কীভাবে এর ফেস প্যাক তৈরি করা যায়।
বেসন ও দুধ- ২ চা চামচ বেসনের সঙ্গে প্রয়োজন মতো দুধ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে মুছে ফেলুন।
বেসনের এই ফেস প্যাকটি ত্বককে উজ্জ্বল করে তোলে এবং এটি ত্বকের গঠনকে নরম করে।
ত্বকে বেসন ও দই লাগালে ত্বক ভালো পরিষ্কার হয়। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড এক্সফোলিয়েটারের মতো কাজ করে এবং ত্বককে প্রশমিত করে।
ঔষধি গুণে সমৃদ্ধ হলুদ ত্বকের উন্নতিতে কার্যকর। বেসন এবং হলুদের এই ফেস প্যাকটি ট্যান কমাতে শুরু করে।
এই ফেস প্যাকটি ত্বকে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও দেয়, যা পিম্পল এবং ব্রণের সমস্যা দূর করে।