ঘাড়ের কালো দাগ উধাও হবে নিমেষে, পার্লারের মতো গ্লো পাবেন এই ঘরোয়া উপাদানেই

ঘাড়ের কালো দাগ উধাও হবে নিমেষে, পার্লারের মতো গ্লো পাবেন এই ঘরোয়া উপাদানেই

Anulekha Kar | Published : Jul 24, 2024 5:17 PM IST

ঘাড়ের যত্ন নেওয়া অত্যন্ত কঠিন। যেহেতু ঘাড়ের কাছে ঠিকঠাক হাত পৌঁছয় না তাই শরীরের এই জায়গায় ময়লা জমে বেশি। ঘাড়ে কালো ময়লা জমলে দেখতে অত্যন্ত খারাপ লাগে। 

ঘাড়ে কালো দাগ ওঠাতে নাজেহাল হতে হয়। কিন্তু ডার্ক প্যাচ নিরাময় করা এতো সহজ কাজ নয়। এই দাগ অত্যন্ত জেদি। এই জেদি দাগ তুলতে গেলে নিয়মিত ঘাড়ের যত্ন নিতে হবে।

Latest Videos

রোজ সাবান দিয়ে আর নরম স্ক্র্যাবার দিয়ে ঘাড় পরিষ্কার করুন। অবশ্যই গরম জল ব্যবহার করুন। এতে কালো দাগ তাড়াতাড়ি উঠবে।

একেবারে ঘাড়ের দাগ তুলতে রোজ আলুর পেস্ট ঘাড়ে প্যাক হিসেবে লাগান। আলুতে আছে প্রাকৃতিক ব্রিজ যা যে কোনও রকম দাগ তুলতে সাহায্য করে।

টক দই এর সঙ্গে মুলতানি মাটির প্যাক বানিয়ে ১৫-২০ মিনিট ঘাড়ে মেখে রেখে দিন। এই প্যাক শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। এটি ঘাড়ের দাগ তুলতে ভীষণ ভাবে সাহায্য করবে।

এ ছাড়া বেসন আর মধুর প্যাক বানিয়ে মেখে রাখুন। বেসনের প্যাক শুকিয়ে গেলে। লেবু আর মধু একসঙ্গে মিশিয়ে ম্যাসাজ করতে হবে। সপ্তাহে একদিন এই টোটকা মানতেই হবে।

এ ছাড়া কোথাও বেরনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। রোজ স্নান করার সময় ফেস ওয়াশ দিয়ে ঘাড় পরিষ্কার করতে পারেন।

Share this article
click me!

Latest Videos

চাঞ্চল্যকর তথ্য! ৪০ হাজার টাকা ধার নিয়েছিল...ধৃত রাহুলের বিস্ফোরক মন্তব্য! Today Krishnanagar News
চোখের সামনে গঙ্গায় চলিয়ে যাচ্ছে একাধিক বাড়ি, ঘুম উড়েছে মালদার মানিকচকের বাসিন্দাদের | Ganga Erosion
৮ কোটি টাকার কাজেও এত ক্ষোভ! বাঁধ পরিদর্শনে এসে মহিলাদের বিক্ষোভের তোপে জেরবার উন্নয়ন মন্ত্রী! দেখুন
অভয়া কাণ্ডের প্রতিবাদে অনশনের পাশাপাশি এবার শুরু হলো গণস্বাক্ষর কর্মসূচি! | RG Kar Protest
সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে নোংরা অভিযোগ দেবাংশুর, পাল্টা যা বললেন চিকিৎসক । Subarna Goswami