রোজ রাতে মাথায় তেল মেখে ঘুমালে কী হয়? এর ফলাফল সম্পর্কে অবগত নয় অধিকাংশই

Published : Jul 21, 2024, 11:56 AM IST
hair oiling

সংক্ষিপ্ত

রোজ রাতে মাথায় তেল মেখে ঘুমালে কী হয়? এর ফলাফল সম্পর্কে অবগত নয় অধিকাংশই

ছেলেবেলায় মা, দিদিমা-রা বলত মাথায় তেল মেখে ঘুমাতে। এতে নাকি চুল মোটা হয়। কিন্তু আদৌ কি চুল মজবুত করতে এই টোটকা সাহায্য করে? না এই অভ্যাসের কারণে চুলে ক্ষতি হতে পারে-

সারা রাত চুলে তেল মেখে রাখলে চুল আদ্র থাকে ও শুষ্কতা দূর হয়। তাই এই অভ্যাস অনেকের জন্যই  নিরাপদ এবং চুলের জন্য উপকারী। কিন্তু অনেকের ক্ষেত্রে এটি চুল ঝরে পড়ার কারণও হতে পারে।

তবে যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক এই অভ্যাস।

যাদের চুল পাতলা তাদের রাতে মাথায় তেল মেখে ঘুমান উচিত নয়। কারণ এর ফলে চুল অত্যন্ত আঁঠাল হয়ে পড়ে ও চুল ঝরে পড়তে পারে।

তবে যাদের চুল শুষ্ক ও প্রাণহীন তারা সপ্তাহে দুই বা তিনদিন মাথায় তেল মেখে ঘুমাত পারেন। তবে বাকিরা সপ্তাহে একদিন মাথায় তেল দিলেই যথেষ্ট।

সারা রাত মাথায় তেল মেখে রাখে অবশ্যই পরের দিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। নইলে লোমকূপ আটকে গিয়ে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে।

এ ছাড়া সপ্তাহে একদিন হট অয়েল ম্যাসাজ করা যেতে পারে। এর জন্য আমন্ড তেল বা নারকেল তেল গরম করে মাথায় ভাল করে ম্যাস করে নিতে হবে। এবার গরম জলে একটি টাওয়েল ভিজিয়ে ভালো করে নিংরে করে নিয়ে চুলে বেঁধে রাখুন। এর ফলে চুলের মারাত্মক উপকারিতা হয়। চুল ঝরে পড়া কমে যায় ও মজবুত হয়।

PREV
click me!

Recommended Stories

শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে অনেকেই ব্যবহার করেন, কিন্তু জানেন কি এর উপকারিতা কি?
রুপোর মঙ্গলসূত্রের অভিনব ডিজাইন, বাজেটের মধ্যে উপহার