পুজোর আগে ট্যান তুলতে পার্লারে না গিয়ে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন

Published : Sep 20, 2025, 04:27 PM IST
Skin Care Tips

সংক্ষিপ্ত

ঘরোয়া পদ্ধতিতে ঘরেই বানিয়ে নিন টমেটো দিয়ে একটি ট্যান প্যাক।

 

Keywords: 

সারাংশ: 

পুজোর আগে যে করে হোক ত্বকের জেল্লা ফেরাতেই হয়। কিন্তু অফিস আর ঘর সামলাতে গিয়ে অনেকেই নিজের ত্বক পরিচর্যা করতে অনেক সময় ভুলেই যান। আর পূজোর আগে তখন সবাই পার্লারে গিয়ে ভিড় করেন। তবে কিছু ঘরোয়া পদ্ধতি আছে যেগুলো করলে আপনার পার্লারে যেতে হবে না এবং আপনার খানিকটা সময়ও বাঁচবে।

তাই ঘরোয়া জিনিস গুলি ব্যবহার করলে পার্লারে ছুটে যাওয়ার দরকার হবে না। বরং ঘরে বসে ট্যান তুলতেই ত্বকের হাল ফিরে পাবেন।

রোদে-বৃষ্টিতে ঘুরে ত্বকে ট্যান পড়ে যায়। ট্যানের জন্য ত্বকের নিস্তেজ ও জেল্লাহীন দেখায়। তাই ট্যান তুলতেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ট্যান তোলার পরে ত্বকের ঠিকমতো যত্ন নিলে জৌলুস আরও বাড়ে।

বাড়িতে কী ভাবে হাত-পা এবং মুখ থেকে ট্যান তুলবেন দেখুন কিছু টিপস:

ছাতা ছাড়া বাইরে বেরোলে যে শুধু ঘাম হচ্ছে, তা-ই নয়, ট্যানও পড়ছে। সানস্ক্রিন মেখে বেরোলেও লাভ হচ্ছে না কোনও। রোদের আঁচ এড়িয়ে চলা মুশকিল। রোদে পোড়া দাগ আড়াল করা বেশ কঠিন। তবে টম্যাটোর গুণেই ত্বকে আসবে নজরকাড়া জেল্লা, রোদের পোড়া দাগ নিমেষে উধাও হয়ে যাবে।

* টম্যাটো এবং ওটমিল

একটি পাকা টম্যাটোর ক্বাথের সঙ্গে এক চামচ ওটসের গুঁড়ো ভালো করে মিশিয়ে মুখে মেখে রাখুন। হালকা হাতে ঘষে নিয়ে মিনিট দশেক পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। মুখ থেকে মৃত কোষ সরিয়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন এই প্যাক।

* টম্যাটো এবং দই

একটি পাকা টম্যাটোর ক্বাথের সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন। মুখ ছাড়াও রোদে দেহের অন্যান্য অংশেও ট্যান পড়ে। সেই সব অংশে স্নানের আগে মেখে নিন এই মিশ্রণ। মিনিট পনেরো রেখে স্নান করে ফেলুন। ট্যান দূর হবে।ো

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি