পুজোয় মেকআপ তো করবেন কিন্তু রিমুভ করার পদ্ধতি জানা আছে কি? তাহলে জেনে নিন

Published : Sep 25, 2025, 10:05 PM IST
makeup remove

সংক্ষিপ্ত

পুজোয় সারাদিন মেকআপ তো করবেন। কিন্তু সেই মেকআপ কি করে রিমুভ করবেন সেটার সঠিক পদ্ধতি জানা আছে তো।দেখে নিন।

পুজোর সময়ে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা। প্যান্ডেল হপিং, ছবি তোলা, বন্ধুদের সঙ্গে আড্ডা, প্রসাদ খাওয়া—সবই চলে। এই সময় সকালে যে মেকআপ করে বের হন, রাত অবধি সেটাই মুখে থেকে যায়। কিন্তু সারাদিন ঘোরাঘুরির পর সেই মেকআপ সঠিকভাবে না তুললে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই মেকআপ রিমুভ করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

পুজোয় মেকআপ কীভাবে করবেন, তাঁর খুঁটিনাটি তো রয়েইছে আপনার কাছে, এখন বরং একবার দেখে নিন মেকআপ তোলার সঠিক উপায়। কারণ মেকআপ ঠিকভাবে পরিষ্কার না হলে স্কিনে র‍্যাশ থেকে শুরু করে ব্রণর মতো নানা সমস্যা দেখা দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক মেকআপ তোলার স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া-

* মেকআপ রিমুভার ব্যবহার করুন: প্রথমে একটি মেকআপ রিমুভার, যেমন - নারকেল তেল, মাইসেলার ওয়াটার বা মেকআপ রিমুভার ওয়াইপস ব্যবহার করে মেকআপের প্রাথমিক স্তরগুলি পরিষ্কার করে ফেলুন।

* ক্লিনজার ব্যবহার করুন: এরপর ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এটি নিশ্চিত করবে যে ত্বকের লোমকূপগুলো থেকে মেকআপের অবশিষ্টাংশও এতে পরিষ্কার হয়ে যাবে।

* চোখের মেকআপ তুলুন: চোখের মেকআপ তোলার সময় খুব সাবধানে থাকতে হবে। কারণ চোখের চারপাশের ত্বক খুব সংবেদনশীল, তাই বেশি ঘষাঘষি না করাই ভালো।

* টোনার ব্যবহার করুন: মুখ ধোওয়ার পর ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে এবং ত্বকের PH ভারসাম্য ফেরাতে টোনার ব্যবহার করা আবশ্যক।

* ময়েশ্চারাইজার লাগান: সবশেষে আপনার ত্বকের সঙ্গে মানানসই কোনো ময়েশ্চারাইজার মুখে লাগান। এতে আপনার ত্বক হারিয়ে যাওয়া আদ্রতা ফিরে পাবে। ময়েশ্চারাইজার লাগানোর আগে ভালো কোনো

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি