
চারদিনের উৎসবের পর এবার উমার ফেরার পালা। দশমীতে তাঁকে বরণ করেই বিদায় জানানো হবে। আর এই দশমী উপলক্ষে মাকে বরণ করার পর মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন। এখন এই সিঁদুর খেলায় অংশ নেন অবিবাহিত মহিলারাও।
তবে সিঁদুর খেলায় মজা হলেও ঝক্কিও কম নয়। কারণ এখন বাজার চলতি সিঁদুরে নানা রাসায়নিকের উপস্থিতি লক্ষ করা যায়। যা থেকে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই সিঁদুর খেলার পর ত্বকের যত্ন নিতে হবে যথাযথ উপায়ে। আজ সেই সংক্রান্তই কিছু টিপস রইল এখানে।
* সিঁদুরে থাকা সূক্ষ্ণ কণা ত্বকের পোরস বুজিয়ে দিতে পারে। তাই প্রথমে আলগা সিঁদুর গুঁড়ো মুখ থেকে ঝেড়ে ফেলুন। এর পর আসুন ক্লেনজ়িংয়ের দিকে। প্রথমে অয়েল বেসড ক্লেনজার দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। তবে সিঁদুর তোলার জন্য মুখে খুব জোরে জোরে স্ক্রাব করবেন না। তাতে ত্বকেরই ক্ষতি হবে। তাই হালকা করে প্রথমে অয়েল বেসড ক্লেনজ়ার দিয়ে মুখ ধুয়ে নিন। তার পর ওয়টার বেসড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন।
* মুখ ধোয়ার পরেই সারা মুখে টোনার লাগিয়ে নিন। মনে রাখবেন, সিঁদুরে থাকা রাসায়নিকের কারণে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে পড়ে। এর হাত থেকে বাঁচায় টোনার। কারণ এই প্রসাধনী ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকে থেকে যাওয়া ধুলো, ময়লাও দূর করে দেয় টোনার। তাই মুখ ধোয়ার পরেই টোনার লাগান।টোনিং হয়ে গেলে অ্যালোভেরা জেল লাগান সারা মুখে। অ্যালোভেরা জেলের রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ধর্ম। এর গুণেই ত্বকের প্রদাহ কমে। সিঁদুর থেকে ত্বকে কোনও জ্বালাপোড়া হলেও তা কমে যাবে অ্যালোভেরা জেলের ছোঁয়ায়।
* সিঁদুর খেলার পর ত্বক ময়শ্চার হারিয়ে রুক্ষ-শুষ্ক হয়ে যেতে পারে। তাই এই সময় ত্বকের ময়শ্চারাইজেশনে জোর দিতে হবে। তাই সারা মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিন ভালো করে। এই দিকে সিঁদুর খেলতে যাওয়ার আগেও কিন্তু মুখে পুরু করে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না যেন। তাতে সিঁদুর ত্বকের গভীর অবধি যেতে পারবে না। ফলে ত্বকের ক্ষতির আশঙ্কাও কমবে।
* ময়শ্চারাইজার লাগানোর পরই আপনার রোজকার ব্যবহারের সিরাম লাগিয়ে নিন। এছাড়া পর দিন হালকা কোনও স্ক্রাবার দিয়ে ত্বক এক্সফলিয়েট করে নিন। তাতে থেকে যাওয়া সিঁদুর কণা এবং মৃত কোষ দূর হবে। ত্বক দেখাবে ঝলমলে। আর অবশ্যই সিঁদুর খেলার পর কোথাও যাওয়ার থাকলে বেশি মেকআপ না করাই ভালো। তাতে আরও পোরসের মুখ বন্ধ হয়ে যেতে পারে।