গরমেও মিলবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার স্কিন! চিরকালের জন্য বিদায় নেবে ব্রণ-র সমস্যা

গরমে কীভাবে কমাবেন ব্রণ? জেনে নিন বিশেষ উপায়

Anulekha Kar | Published : Apr 25, 2024 12:03 PM IST / Updated: Apr 25 2024, 05:53 PM IST
17
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন

গ্রীষ্মকালে ব্রণর সমস্যাও বাড়ে। সেক্ষেত্রে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। গরমে ত্বকে উপরে ঘাম ও ময়লা জমে ব্রণ-র সমস্যা বাড়িয়ে দেয়। এক্ষেত্রে গরমে কীভাবে কমাবেন ব্রণ?

27
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন

ব্রণ কমাতে বেশ কয়েকটি নিয়ম মানতে হবে। সবার আগে ত্বক ভালো মতো পরিষ্কার রাখতে হবে। কারণ ত্বকের লোমকূপে ময়লা জমে গিয়ে ব্রণ-র সৃষ্টি হয়। তাই নিয়ম করে ফেসওয়াশ ব্যবহার করা জরুরি।

37
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন

২ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড ব্রণর জন্য খুব ভালো। তাই এমন ক্রিম বা ক্লিনজার ব্যবহার করুন যাতে ২ শতাংশ স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে।

47
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন

মধুতে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। তাই মুখে মধু মেখে রাখতে পারেন। এতে ব্রণ নিরাময় হয়।

57
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন

টি ট্রি অয়েল ব্যবহার করলে ব্রণ-র সমস্যা দূর হয়।

67
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন

অ্যালোভেরা জেল ত্বকের জন্য অতযন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ত্বকে নিয়ম মাফিক অ্যালোভেরা জেল ব্যবহার করলে ব্রণ-র সমস্যা দূর হয়।

77
গরমেও থাকুন ব্রণ মুক্ত! কীভাবে ? জেনে নিন

ব্রণমুক্ত ত্বক পেতে মুখে বার বার হাত দেওয়া বন্ধ করুন। কারণ মুখে বারবার হাত দিলে হাতে থাকা ব্যাকটেরিয়া ত্বকে লেগে ব্রণর সৃষ্টি করে।

Share this Photo Gallery
click me!

Latest Videos