তাঁত শিল্পকে বাঁচাতে ছাত্রছাত্রীদের নয়া উদ্যোগ, বিশেষ ভাবে পালিত হল জাতীয় তাঁত দিবস

Published : Aug 11, 2025, 06:22 PM IST
iLEAD

সংক্ষিপ্ত

জাতীয় তাঁত দিবসে iLEAD-র ফ্যাশন বিভাগের পড়ুয়ারা ভারতীয় তাঁতের ঐতিহ্য তুলে ধরল। স্ট্রিট ফ্যাশন শো এবং স্ট্রিট প্লে-এর মাধ্যমে তারা তাঁত শিল্পের প্রসার ঘটাতে উদ্যোগী হয়েছে।

নিত্য নতুন ফ্যাশনেবল পোশাক পরতে কার না ভালো লাগে। ক্রেতাদের চাহিদার্থে প্রতি নিয়ত চলছে এক্সপেরিমেন্ট। পোশাকের ডিজাইন থেকে কাপড়ের কোয়ালিটি সব নিয়ে প্রতি নিয়ত চর্চা করে চলেছেন বহু মানুষ। সকলের চাহিদার্থে তাঁতের পাশাপাশি, পলিয়েস্টার, রেয়ন-সহ বিভিন্ন ধরনের কাপড় বাজার দখল করেছে। যা দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন পোশাক। এই প্রতিযোগিতার বাজারে কোথাও যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে তাঁত। আজ জাতীয় তাঁত দিবসে এই বাংলার ঐতিহ্যপূর্ণ তাঁতকে রক্ষার্থে কিছু ছাত্রছাত্রী নিল বিশেষ উদ্যোগ। 

পালিত হল জাতীয় তাঁত দিবস। এই বিশেষ দিনে iLEAD-র ফ্যাশন বিভাগের পড়ুয়ারা ভারতীয় তাঁতের ঐতিহ্য বিশেষ ভাবে তুলে ধরল সকলের সামনে। এক সময় ফ্যাশন জগতে সিন্থেটিক টেক্সটাইল দ্রুত নিজেদের জায়গা করে নেয়। তেমনই তা টেক্কা দিতে থাকে তাঁত শিল্পকে। এর মোকাবিলার জন্য iLEAD-র ফ্যাশন বিভাগের পড়ুয়ারা এক বিশেষ উদ্যোগ নিল। এই বিশেষ দিনে তাঁরা নিল এক বিশেষ উদ্যোগ।

এদিন আয়োজিত হয়েছিল স্ট্রিট ফ্যাশন শো। iLEAD-র ফ্যাশন বিভাগের পড়ুয়ারা এই আয়োজন করে।

তেমনই আজ আয়োজিত হয় স্ট্রিট প্লে। ভারতীয় বস্ত্রের প্রতি বিদেশীদের প্রশংসার বিড়ম্বনা তুলে ধরতে এই উদ্যোগ নেওযা হয়।

এরই সঙ্গে আজ স্থানীয় বাংলার তাঁতিরা তাঁতের পণ্য প্রদর্শন ও বিক্রি করার সুযোগ পায়।

এই নতুন প্রজন্ম এই বিশেষ পদ্ধতি অনুসরণ করে তাঁত শিল্পকে সকলের সামনে তুলে ধরেছে। তাঁরা জানান, তাঁরা তাঁতিদের সমর্থন করে। তাঁরা তাঁতের ঐতিহ্য সংরক্ষণ করার উদ্যোগী হন। ‘তাঁত আমাদের গর্ব, ভারতের গর্ব’- এই শ্লোগান দিয়ে তারা এগিয়ে চলেছেন তাঁত শিল্প রক্ষার্থে।

সব মিলিয়ে এক নতুন বার্তা দিল এই সকল ছাত্রছাত্রী। কিছু মানুষের পরিশ্রম যেমন সকলে সামনে তুলে ধরল তেমনই তাদের আয়ের নতুন রাস্তা করে দিয়েছে। যা সত্যিই প্রশংসনীয়। এক মিলিয়ে বিশেষ ভাবে অভিনব পদ্ধতিতে পালিত হল জাতীয় তাঁত দিবস।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি