শীতের সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন অ্যাভোকাডো তেলের ওপর। এই কয় উপায় ব্যবহার করুন অ্যাভোকাডো তেল। মিলবে উপকার।
সারা বছর ত্বক নিয়ে নানান সমস্যা লেগেই থাকে। কখনও রুক্ষ্ম ত্বকের সমস্যা, কখনও ব্রণর সমস্যা, কখনও কালো প্যাচ তো কখনও চুলকানি। এই সকল সমস্যা সমাধানে কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন, কেউ ঘরোয়া টোটকা মেনে চলেন তো কেউ নিয়মিত পার্লার ট্রিটমেন্ট করান। শীতের মরশুমে রুক্ষ্ম আবহাওয়ার কারণে ত্বকের এই সমস্যা ক্রমে বেড়ে চলে। সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন অ্যাভোকাডো তেলের ওপর। এই কয় উপায় ব্যবহার করুন অ্যাভোকাডো তেল। মিলবে উপকার।
তুলোয় করে অ্যাভোকাডো তেল নিয়ে তা সারা মুখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। এতে ত্বকের রুক্ষ্ম ভাব তো দূর হবেই সঙ্গে যাদের ব্রণ হয়, তারা পাবেন উপকার।
হলুদ ও অ্যাভোকাডো তেলের ফেসপ্যাক। প্রথমে হলুদের টুকরো বেটে নিন। এবার তার সঙ্গে মেশান অ্যাভোকাডো তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে একদিকে যেমন ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে। তেমনই ত্বকে কোনও রকম সমস্যা থাকলে তা দূর হবে।
অ্যাভোকাডো তেল ও ল্যাভেন্ডার অয়েল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে সম পরিমাণ এই দুই তেল নিন। তা দিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। এতে মিলবে উপকার।
অ্যাভোকাডো তেল ও ক্যাস্টর অয়েল দিয়ে প্যাক বানাতে পারেন। যাদের ত্বক অধিক রুক্ষ্ম তারা অ্যাভোকাডো তেল ও ক্যাস্টর অয়েল দিয়ে প্যাক বানিয়ে নিন। একটি পাত্রে সম পরিমাণ দুই তেল নিয়ে। মুখে এই তেল লাগিয়ে ম্যাসাজ করুন। এতে মিলবে উপকার। ত্বক ভালো থাকবে। এবার শীতের মরশুমে এই কয় উপায় ব্যবহার করুন অ্যাভোকাডো তেল, দূর হবে ত্বকের যাবতীয় সমস্যা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
Health Tips: একটি লবঙ্গের ৫টি স্বাস্থ্য উপকারিতা, শীতকালে নিময়িত খেতে পারেন এটি
শীতকালের ১০ সুপারফুড! রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিনের ডায়েটে রাখুন এগুলি