Hair Care Tips: চুলের যত্নে মাথায় তেল দেওয়া কতটা জরুরি? জানুন এক ক্লিকে

Published : Aug 22, 2025, 09:29 PM IST

Hair Care Tips: পার্লার থেকে বাড়ি চুলের যত্নে কোনও কিছুই বাদ রাখছেন না! তারপরও উঠছে মাথা থেকে গোছা-গোছা চুল। এবার ঘরোয়া কিছু টোটকায় করুন মুশকিল আসান। জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
স্ক্যাল্প ও শুষ্ক চুল

চুলে তেল না দিলে চুল দ্রুত আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যাবে। ফলে চুলের আগা এবং গোড়া ভাঙতে শুরু করবে। তেলের স্তর প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে, যার ফলে চুলের স্বাস্থ্য ভাল থাকে, কিউটিকলকে মসৃণ করতে সাহায্য করে। আর তেলের অভাবে ঔজ্জ্বল্য হারায় চুল।

25
অপুষ্টিতে ঝরে যাবে চুল

ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং খনিজ পদার্থের মতো পুষ্টির জোগান দিতে পারে তেল। এই উপাদানগুলি ছাড়া ধীরে ধীরে চুল দুর্বল হয়ে যেতে থাকে। ফলে চুল পাতলা হয়ে যাওয়া এবং ভাঙন ধরার মতো সমস্যা দেখা দিতে পারে। এমনকি তেলের অভাবে চুলের বৃদ্ধিও কমে যায়। মাথার ত্বকে রোগ দেখা দিতে পারে।

35
জট পাকিয়ে যাবে

এছাড়াও তেল মাখা চুলে জট পড়ার সমস্যা কম থাকে। কারণ কিউটিকল মসৃণ থাকে। তেলের ঘাটতিতে চুলে জট পড়তে পারে, আর জট ছাড়াতে গিয়ে চুল ঝরতে পারে অনেক বেশি পরিমাণে। ফলে দীর্ঘদিন চুলে তেল না দিলে জট পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। 

45
চুলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট

পরিবেশগত সমস্যা, যেমন ক্ষতিকারক অতিবেগনি রশ্মি, আবহাওয়ার খামখেয়ালিপনা, এবং দূষণ ইত্যাদি থেকে তেলের স্তর মাথার ত্বক আর চুলকে রক্ষা করতে পারে। তেল বাদ দিলে এগুলি অনেক সহজে চুলের সংস্পর্শে আসে আর চুলের ক্ষতি করে।

55
উজ্জ্বলতা হারিয়ে ফেলবে চুল

দীর্ঘদিন চুলে তেল না পড়লে তা প্রাকৃতিক ভাবে হারাবে উজ্জ্বলতা। যারফলে চুল হয়ে যাবে রুক্ষ ও শুস্ক। ফলে  একমাথা কালোচুল পেতে হলে সপ্তাহে অন্তত তিন দিন নিয়ম করে চুলে তেল দিন। এতে মাথার ত্বর ভালো থাকে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। 

Read more Photos on
click me!

Recommended Stories