PM Modi Kolkata Metro: প্রধানমন্চ্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল শহরের আরও তিনরুটের মেট্রো পরিষেবা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
PM Modi Kolkata Metro: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো। যারফলে ঘন্টায় নয়, এবার কয়েক মিনিটে দূরত্বে আরও কাছাকাছি শিয়ালদহ ও হাওড়া স্টেশন। গ্রীন লাইনে (ইস্ট–ওয়েস্ট মেট্রো) হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রাপথে জুড়ল কলকাতা মেট্রো। এছাড়াও মোদীর হাত ধরে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত শুরু হয়ে গেল মেট্রো পরিষেবা। ইয়েলো লাইনে চালু হল নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মেট্রোরুট।
এদিন শহরে ইস্ট-ওয়েস্ট সহ একযোগে তিন রুটের মেট্রো পরিষেবার উদ্বোধন করে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ''কলকাতা মেট্রো আগে ২৮ কিলোমিটার বিস্তৃত ছিল। এখন ৩৯ কিলোমিটার সম্প্রসারণ করা হয়েছে। আরও ২২ কিলোমিটার সম্প্রসারণ হবে। আজ আর একবার বাংলার উন্নয়নের গতি দেওয়ার সুযোগ পেলাম। সকলেই খুশি যে কলকাতার গণপরিবহণ আধুনিক হচ্ছে। কলকাতাবাসী, বাংলাবাসীকে অনেক শুভেচ্ছা। দমদম, কলকাতা শহরের ভূমিকা অনেক বড়। এই আয়োজন হল আজকের ভারতের শহরের পরিকল্পনা কী ভাবে হচ্ছে।''
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী এদিন হাওড়া মেট্রো স্টেশনে নতুন সাবওয়ে উদ্বোধন করেন। যারফলে কলকাতার আইটি হাব, বিমানবন্দর ও ব্যস্ত জনপদগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ তৈরি হবে। এবং ৭.২ কিমি দীর্ঘ কোনা এক্সপ্রেসওয়ে (৬ লেন)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন। সব মিলিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী বাংলায় প্রায় ৫,২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


