শীতের মরশুমে লাগবে না লিপবাম, ঘরোয়া উপায় দূর হবে ফাটা ঠোঁটের সমস্যা

Published : Dec 28, 2024, 06:51 PM IST
Lip Care Natural Remedies

সংক্ষিপ্ত

শীতকালে ঠোঁট ফাটার সমস্যায় অনেকেই ভোগেন। ঠোঁট এক্সফলিয়েট, পর্যাপ্ত জল পান এবং নিয়মিত লিপবাম ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সানস্ক্রিন ব্যবহার ও ঠোঁটে ক্রিম লাগানোও উপকারী।

শীতের মরশুমে ত্বক ফাটার সমস্যা নতুন কথা নয়। ত্বক, হাত-পা ফাটার সমস্যায় ভোগেন প্রায় সকলেই। সমস্যা থেকে বাঁচতে নিয়মিত ক্রিম লাগাই আমরা। এরই সঙ্গে প্রায় সকলেই ভোগেন ঠোঁট ফাটার সমস্যায়। শীতের মরশুমে লাগবে না লিপবাম, ঘরোয়া উপায় দূর হবে ফাটা ঠোঁটের সমস্যা।

সবার আগে ঠোঁট এক্সফলিয়েট করুন। ঠোঁটের ওপর মরা চামড়া জমে থাকে। তা দূর করা সবার আগে প্রয়োজন। রোজ আলতো করে নরম টুথ ব্রাশ বা পাতলা কাপড় ভিজিয়ে ঠোঁটের ওপর ঘষে নিন। এতে মিলবে উপকার।

রোজ পর্যাপ্ত জল পান করুন। দিনে অন্তত ৪ লিটার জল পান করুন। শরীরে জলের অভাব হলে এই সমস্যা বাড়তে থাকে।

বাড়ি থেকে বের হওয়ার সময় সানস্ক্রিন লাগান। সানস্ক্রিনের মাত্রা যেন ১৫ হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁট পরিষ্কার করে ঠোঁটে ক্রিম লাগান। বাজারে বিভিন্ন কোম্পানির ক্রিম কিনতে পাওয়া যায়। সেগুলো ব্যবহার করুন।

এছাড়াও ঠোঁটে প্যাক লাগাতে পারেন। বিট ও মধুর প্যাক লাগাতে পারেন। বিট কেটে মিক্সিতে ব্লেন্ড করে নিন। রস আলাদা করুন। তাতে মেশান মধু। তুলোয় করে তা ঠোঁটে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন।

চিনি ও নারকেল তেলের প্যাক লাগান। চিনি মিহি করে বেটে নিন। তাতে নারকেল তেল মেশান। তুলোয় করে তা ঠোঁটে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন।

মধু ও পাতিলেবুর প্যাক লাগাতে পারেন। পাত্রে পাতিলেবু নিন। তাতে মেশান মধু। তা ঠোঁটে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন।

 

PREV
click me!

Recommended Stories

দুটো গাল ভরে যাচ্ছে ব্রণে? এর সম্ভাব্য কারণ হচ্ছে আপনার ফোন! জানুন আসল কারণ
Fashion Tips: সৌন্দর্যের শর্টকাটে বিপদ? ভুল ফিলারে বিকৃত হচ্ছে মুখ, ঝুঁকি দৃষ্টিশক্তিতেও