চোখের তলার কালো দাগ দূর করতে ব্যবহার করুন বিশেষ সেরাম, জেনে নিন কীভাবে বানাবেন

Published : Jan 13, 2023, 03:31 PM IST
bags under eyes

সংক্ষিপ্ত

সাময়িক ভাবে সমস্যা থেকে মুক্তি মিললেও পুরোপুরি মেলা কঠিন হয়ে দাঁড়ায়। আজ রইল বিশেষ উপায়। জেনে নিন কীভাবে বানাবেন এই বিশেষ সিরাম।

চোখের তলায় কালো দাগ সব সময় সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। হাজার কসমেটিক্স ব্যবহার করেও সব সময় সুরাহা মেলে না। আবার এই দাগ দূর করে অনেকে নানা পণ্য ব্যবহার করে থাকেন। এতে সাময়িক ভাবে সমস্যা থেকে মুক্তি মিললেও পুরোপুরি মেলা কঠিন হয়ে দাঁড়ায়। আজ রইল বিশেষ উপায়। জেনে নিন কীভাবে বানাবেন এই বিশেষ সিরাম।

এই বিশেষ সিরাম বানাতে প্রয়োজন, কফি (১ চা চামচ), ভিটামিন ই ক্যাপসুল (১টি), অ্যালোভেরা জেল (১ চা চাচম), দুধ (১ চা চামচ)। এবার এই সকল উপাদান একটি পাত্রে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি আঙুলে নিয়ে চোখের তলায় লাগান। ভালো করে ম্যাসাজ করুন। সারা রাত রেখে দিন। সকালে উঠে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন এই সিরাম।

অ্যালোভেরা জেলের গুণে ডার্ক সার্কেল দূর হবে। এতে থাকা উপকারী উপাদান। যা চোখের তলার দাগ দূর করে। তেমনই এই প্যাকে থাকা ভিটামিন ই ত্বক করে নরম । সঙ্গে থাকা দুধ ময়েশ্চরাইজ করে ত্বক। কফি, ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল ও দুধের তৈরি সিরাম মুহূর্তে ডার্ক সার্কেল দূর করবে। মেনে চলুন এই বিশেষ টিপস।

তেমনই হলুদ ও পুদিনা পাতা দিয়ে ডার্ক সার্কেলের সমস্যা দূর হবে। হলুদের একটি টুকরো বেটে নিন। অন্য দিকে পুদিনা পাতা বেটে নিন। এবার দুটো উপাদান ভালো করে মিশিয়ে চোখের তলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার। এছাড়া, টমেটোর গুণে দূর হবে ডার্ক সার্কেলের সমস্যা। অনেকে তুলোয় করে টমেটোর রস ব্যবহার করে থাকেন। এতে তেমন উপকার নেই। টমেটো টুকরো করে কেটে নিন। এবার তা ব্লেন্ড করে নিন। রস ছেঁকে নিন। তুলোয় করে এই রস চোখের তলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন এই প্যাক। কিংবা ডার্ক সার্কেল দূর করতে ব্যবহার করতে পারেন এই প্যাক। ডার্ক সার্কেল ত্বকের জন্য বেশ উপকারী। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করুন এই বিশেষ সেরাম। মিলবে উপকার। কফি, অ্যালোভেরা দিয়ে বানিয়ে এই বিশেষ সিরাম। এই সিরাম ব্যবহারে মাত্র কয়েক দিনেই দূর হবে ডার্ক সার্কেল। মিলবে উপকার।

আরও পড়ুন-

অটো এক্সপো ২০২৩: চার্জ দিয়ে যাবে ৫৫০ কিলোমিটার, মারুতির নতুন ইলেকট্রিক গাড়ি নজর কাড়ল সকলের

লোহরি উৎসব প্রসঙ্গে রইল কয়টি অজানা কথা, দেখে নিন কেন পালিত হয় এই বিশেষ উৎসব

শীতের সময় হার্ট সুস্থ রাখতে মেনে চলুন বিশেষ টিপস, জেনে নিন কী খাবেন কী নয়

PREV
click me!

Recommended Stories

দুটো গাল ভরে যাচ্ছে ব্রণে? এর সম্ভাব্য কারণ হচ্ছে আপনার ফোন! জানুন আসল কারণ
Fashion Tips: সৌন্দর্যের শর্টকাটে বিপদ? ভুল ফিলারে বিকৃত হচ্ছে মুখ, ঝুঁকি দৃষ্টিশক্তিতেও