মধু দিয়ে তৈরি ময়েশ্চরাইজারের গুণে ত্বক হবে নরম, জেনে নিন কীভাবে বানাবেন প্যাক

শীতের আমরা সকলেই ময়েশ্চরাইজার ব্যবহার করে থাকি। এবার বাড়িতে বানিয়ে ফেলুন ময়েশ্চারইজার। জেনে নিন কীভাবে বানাবেন।

ত্বক নরম করতে ও ত্বকে জেল্লা আনতে শীতের মরশুমে ময়েশ্চরাইজার ব্যবহার আবশ্যক। শীতের আমরা সকলেই ময়েশ্চরাইজার ব্যবহার করে থাকি। এবার বাড়িতে বানিয়ে ফেলুন ময়েশ্চারইজার। জেনে নিন কীভাবে বানাবেন।

নারকেল তেল ও মধু দিয়ে বানিয়ে নিন ময়েশ্চরাইজার। একটি পাত্রে সম পরিমাণ নারকেল তেল ও মধু নিন। এবার তা ফেটিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। অন্তত ২০ থেকে ৩০ মিনিট এই প্যাক ব্যবহারে ত্বক হবে নরম। ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে।

Latest Videos

কলা ও মধু দিয়ে বানিয়ে নিন প্যাক। ত্বকে জন্য বেশ উপকারী কলা ও মধুর প্যাক। এই প্যাক ব্যবহার ত্বক হবে নরম। দূর হবে রুক্ষ্ম ভাব। কলা ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। কলা ও মধু দিয়ে তৈরি প্যাকের ব্যবহারে ত্বকে আসবে জেল্লা। দূর হবে যাবতীয় সমস্যা। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। এটি ত্বকে জন্য বেশ উপকারী।

 

চকোলেট ও মধু দিয়ে বানিয়ে নিন ময়েশ্চরাইজার। একটি পাত্রে সম পরিমাণ ডার্ক চকোলেট সিরাপ ও মধু নিন। এবার তা ফেটিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। অন্তত ২০ থেকে ৩০ মিনিট এই প্যাক ব্যবহারে ত্বক হবে নরম। ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে।

শীতের মরশুমে রুক্ষ্ম ত্বকের সমস্যায় জেরবার অবস্থা হয় সকলের। রুক্ষ্ম ত্বক, চুলকানি, ত্বক ফাটার সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে সকলেই বাজার চলতি ময়েশ্চরাইজার ব্যবহার করেন। এবার বানিয়ে নিন ঘরোয়া ময়েশ্চরাইজার। মধু দিয়ে এই তিন উপায় বানান ময়েশ্চরাইজার। মিলবে উপকার। ত্বকে জন্য বেশ উপকারী এই প্যাক। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

এছাড়াও, জলের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। কিংবা ওটস ও মধু দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। শীতের মরশুমে ত্বকে যত্ন নিতে এই দুই প্যাকও বেশ উপকারী। এই সময় রোমকূপে জমে থাকা নোংরা দূর করতে, ত্বকে জেল্লা আনতে ও ত্বক নরম করতে ব্যবহার করতে পারেন মধু। মধু দিয়ে তৈরি ময়েশ্চরাইজারের গুণে ত্বক হবে নরম, এই ভাবে বানাবেন প্যাক।

 

আরও পড়ুন-

যেসব খাবার ক্যান্সার কোষ কমায়, শীতে এই ৬ সুপার ফুড ক্যান্সার কোষ বৃদ্ধির আগেই তা দূর করে

খুশকি দূর করতে ব্যবহার করুন এই ভেষজ উপাদানে তৈরি হেয়ার মাস্ক, জেনে নিন কী কীভাবে বানাবেন

শীতের মরশুমে বাচ্চাকে সুস্থ রাখতে খাওয়া দাওয়া থেকে পোশাক- নজর থাক সর্বত্র, রইল বিশেষ টোটকা

Share this article
click me!

Latest Videos

ফের বড়সড় অভিযানে ইডি! একাধিক ঠিকানায় একযোগে ইডির হানা! দেখুন | ED Raid Today
‘পুলিশ না থাকলে তৃণমূলকে কেউ ভয় পেতো না’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ সুকান্তর! দেখুন কী বললেন | Sukanta M
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল' চিৎকার সঞ্জয় রায়ের | Sanjay Roy | RG Kar Case
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল’ তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর! | Suvendu Adhikari