সরস্বতী পুজোয় মেকআপ করতে মাথায় রাখুন বিশেষ এই টিপস, জেনে নিন কীভাবে নজর কাড়বেন সকলের

রাত পোহালেই সরস্বতী পুজো। আবার একই দিনে পড়েছে ভ্যালেন্টাইন্স ডে। এই দিনে সকলেরই আছে কোনও না কোনও বিশেষ প্ল্যানিং। আর রইল বিশেষ কয়টি মেকআপ টিপস। জেনে নিন কীভাবে নজর কাড়বেন সকলের।

Sayanita Chakraborty | Published : Feb 13, 2024 9:54 AM IST
18

সারাদিন ঘোরার পরিকল্পনা থাকে সকলের। এই দিন মেকআপ শুরু আগে সানস্ক্রিন লাগান। সবার আগে মুখে সানস্ক্রিন লাগিয়ে নিন। তা ভালো করে ত্বকের সঙ্গে মিশে যেতে দিন।

28

এবার ব্যবহার করুন ময়েশ্চরাইজার। এই সময় আবহাওয়ার কারণে অধিকাংশের ত্বক রুক্ষ্ম হয়ে গিয়েছে। তাই ময়েশ্চরাইজার ব্যবহার করতে ভুলবেন না।

38

ত্বকে কালচে ভাব বা দাগ না থাকলে কনসিলার ব্যবহার না করাই ভালো। এতে মেকআপ ভারী দেখায়। ত্বকের প্রয়োজন বুঝে মেকআপ কিট বেছে নিন।

48

দিনের বেলায় বের হওয়ার পরিকল্পনা থাকে সকলের। তাই হাইলাইটার না ব্যবহার করাই ভালো। একান্ত হাইলাইটার ব্যবহার করলে অল্প করে ব্যবহার করুন। তা না হলে বেশি চকচক করবে।

58

ঠোঁটেও গাঢ় রং ব্যবহার করবেন না। পোশাকের সঙ্গে মানানসই হবে এমন শেড বেছে নিন। তা না হলে সাজ উগ্র দেখাবে।

68

এদিন সকালের সাজের সঙ্গে মানানসই চোখের মেকআপ করবেন। বেশি গাঢ় শ্যাডো না ব্যবহার করাই ভালো।

78

চাইলে স্মোকি আই করতে পারেন। কালো, ব্রাউন বা মেরুন শেডের কাজল ব্যবহার করে স্মোকি আই করে নিন।

88

মেকআপ শেষে পাফ করতে ভুলবেন না। সারা দিন ঘুরে বেড়ানোর পরিকল্পনা থাকে অনেকে। সে কারণে ঘাম হতেই পারে। তাই মেকআপ শেষে পাফ করে নিন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos