অল্প বয়সে পাক ধরেছে চুল? ঘরোয়া উপায়ে পান মুক্তি, সরষের তেলে এই বিশেষ উপাদান মিশিয়ে ব্যবহার করুন

Published : Mar 25, 2025, 11:52 AM IST
gray hair

সংক্ষিপ্ত

অল্প বয়সে পাকা চুলের সমস্যায় ভুগছেন? জিনগত কারণ, খাদ্যাভ্যাস, বা রাসায়নিক পণ্যের ব্যবহার এর কারণ হতে পারে। সরষের তেল, আমলকি, মেহেন্দি ও ভৃঙ্গরাজ দিয়ে তৈরি মিশ্রণ ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

পাকা চুলের সমস্যায় জেরবার অবস্থা অনেকেই। অল্প বয়সে অনেকেই ভুগছেন অকাল পক্কতার সমস্যায়। সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা ঠিক করা কঠিন। অনেকে চুলে কোনও কেমিক্যাল যুক্ত রং ব্যবহার করতে চান না। এতে চুলের সমস্যা বাড়ে। তেমন আবার অনেকের মতে রং ব্যবহারে কালো চুল সাদা হয়ে যায়।

কেন পাক ধরে চুলে-

জিনগত কারণে অল্প বয়সে চুলে পাক ধরে অনেকের।

মানসিক চাপ, খারাপ খাদ্যাভ্যাস ও ঘুমের অভাবে দ্রুত চুলে পাক ধরে।

ভিটামিন বি ১২ আয়রন এবং অন্যান্য পুষ্টির ঘাটতির কারণে চুলে পাক ধরতে পারে।

নিম্ন মানের রাসায়নিক যুক্ত শ্যাম্পু, রং ও অন্যান্য পণ্য ব্যবহারেও চুলে পাক ধরতে পারে।

জেনে নিন কীভাবে মুক্তি মিলবে এই সমস্যা থেকে-

সরষের তেল- ১০০ মিলি

আমলকি গুঁড়ো- ২ চা চামচ

মেহেন্দি গুঁড়ো- ১ চা চামচ

ভ্রিংরাজ পাউডার- ১ চা চামচ

কালো গোলমরিচ গুঁড়ো- আধ চা চামচ

পদ্ধতি- একটি প্যানে ১০০ মিলি সরষের তেল নিন। তা কম আঁচে গরম করুন। তল একটু গরম হয়ে এলে তাতে আমলা গুঁড়ো, মেহেন্দি গুঁড়ো এবং ভৃঙ্গরাজ গুঁড়ো দিন। অন্তত ৫ থেকে ৭ মিনিট ধরে কম আঁচে উপকরণগুলো মেশান। ভালো করে মিশে গেলে তা নামিয়ে নিন। এবার একটি পাত্রে ঢেলে রাখুন। এই মিশ্রণটি ঠান্ডা করে মাথায় লাগান। অন্তত ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। 

এবার থেকে মেনে চলুন এই সকল টোটকা। প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খান, মানসিক চাপ দূর করার চেষ্টা করুন। এরই সঙ্গে ভিটামিন বি ১২ আয়রন এবং অন্যান্য পুষ্টির ঘাটতির কারণে চুলে পাক ধরতে পারে। তাই এই পুষ্টির ঘাটতি দূর করুন। এরই সঙ্গে রোজ নিয়ম করে সরষের তেল, আমলকি, মেহেন্দি ও ভ্রিংরাজ দিয়ে প্যাক বানান। তা ব্যবহারে মিলবে উপকার। 

 

PREV
click me!

Recommended Stories

Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন
২০২৫-এ ফ্যাশনে নতুন ট্রেন্ড! মহিলাদের জন্য সেরা সালোয়ার স্যুট