Bengali New Year: ক্রমে বাড়ছে উত্তাপ, পয়লা বৈশাখের সাজের ক্ষেত্রে মাথায় রাখুন এই তিনটি জিনিস

পয়লা বৈশাখে ভুলেও এমন পোশাক পরবেন না যাতে শরীর অসুস্থ হতে পার। তাই এবছর পয়লা বৈশাখের সাজের ক্ষেত্রে মাথায় রাখুন এই তিনটি জিনিস।

ক্রমে বেড়ে চলেছে তাপমাত্রা। গরমে নাভিশ্বাস ওঠার জো হচ্ছে সকলের। এই সময় ডিহাইড্রেশন থেকে শুরু করে সাইনাসের মতো সমস্যায় ভুগছেন অনেকেই। এছাড়া, হজমের সমস্যা, পেটের সমস্যা তো আছেই। গরমে কীভাবে সমস্যা থেকে মুক্তি মিলবে তা বুঝে ওঠা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে আবার চলছে পরের পর অনুষ্ঠান। আর কদিনের পরেই পয়লা বৈশাখ। আবহাওয়া দফতরের খবর অনুসারে, পয়লা বৈশাখে তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রির ওপরে। তাই বলে কি ফিকে হবে উৎসবে আনন্দ? একেবারেই নয়। সারা বছর পয়লা বৈশাখের জন্য অপেক্ষায় থাকেন সকলে। এক এক বাঙালির অনন্য উৎসব। হাল খাতা, মিষ্টি মুখ থেকে শুরু করে নতুন পোশাক- এ যেন এক আলাদা আনন্দ। নববর্ষের সময় গুরুত্বপূর্ণ বিষয় হল ফ্যাশন। এই বিশেষ দিনে সকলেরই কোথাও না কোথাও নিমন্ত্রণ লেগেই থাকে। অথবা কেউ কোনও অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। এই দিন নজর কাড়তে চান সকলে। তাই সবার আগে সকলে নজর দিয়ে থাকেন পোশাকের দিকে। তবে, এবার সাজের সঙ্গে গরমের কথা মাথায় রাখুন। পয়লা বৈশাখে ভুলেও এমন পোশাক পরবেন না যাতে শরীর অসুস্থ হতে পার। তাই এবছর পয়লা বৈশাখের সাজের ক্ষেত্রে মাথায় রাখুন এই তিনটি জিনিস।

সুতির পোশাক পরুন এবার পয়লা বৈশাখে। এই দিন তারমাত্রা ৪২ থেকে ৪৩ ছুঁতে পারে। তাই এই দিন সুতির পোশাক পরুন। এতে আরাম লাগবে। পরতে পারেন হ্যান্ডলুম, সফট ঢাকাই কিংবা সুতির মলমল শাড়ি। তেমনই কুর্তি পরতে হলে বেছে নিন সুতির কুর্তি।

Latest Videos

হালকা রঙের পোশাক পরুন এই দিন। যে পোশাকই পরুন না কেন তা যেন হয় হালকা রঙের। এতে গরম কম লাগবে। এই দিন শুধু ফ্যাশন নয় সঙ্গে মাথায় রাখুন শারীরিক সুস্থতার কথা।

হালকা জুয়েলারি পরুন পয়লা বৈশাখের দিন। এই দিন অনেকেই কোনও না কোনও অনুষ্ঠানে যোগ দেন। কারও আবার থাকে নিমন্ত্রণ। তবে, সাজগোজের ক্ষেত্রে বেছে নিন হালকা জুয়েলারি। এতে স্টাইলিসও লাগবে সঙ্গে শরীর থাকবে সুস্থ।

এরই সঙ্গে হালকা মেকআপ করুন পয়লা বৈশাখে। যেহেতু গরম খুব পড়েছে তাই এই দিন হালকা মেকআপ করা প্রয়োজন। তবেই গরমের মরশুমে সাজ হবে মানানসই। এবছর পয়লা বৈশাখের সাজের ক্ষেত্রে মাথায় রাখুন এই কয়টি জিনিস। মিলবে উপকার।

 

আরও পড়ুন

পিরিয়ড ক্র্যাম্প ও ব্যথা থেকে মুক্তি পেতে, কাজে লাগান এই অব্যর্থ ঘরোয়া উপায়গুলি

আইসক্রিম ব্যবসায় আম্বানি, কড়া টক্করের আতঙ্কে কাঁপছে ২০ হাজার কোটি টাকার মার্কেট

Fertility: মহিলারা নিয়মিত খান এই কয়টি ফল, দূর হবে বন্ধ্যাত্বের সমস্যা, রইল আটটি উপকারী ফলের হদিশ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari